Multibagger Stock: ১ লাখ থেকে লাফিয়ে ৯.২৫ লাখ! ৩ বছরে ৮০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক!

Last Updated:

বিদেশি বিনিয়োগকারীরাও বিপুল উৎসাহে এভারেস্ট কান্টোতে বিনিয়োগ করছেন।

#নয়াদিল্লি: ছোট কোম্পানির শেয়ার এভারেস্ট কান্তো (Everest Kanto)। কিন্তু সে যে এমন রিটার্ন দেবে কে ভেবেছিল! মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। ১ লাখ টাকা বিনিয়োগে মিলেছে ৯.২৫ লাখ টাকা। মাত্র তিন বছরে ৮০০ শতাংশ রিটার্ন দিয়েছে এভারেস্ট কান্তো। স্বাভাবিকভাবেই দালাল স্ট্রিটে খুশির জোয়ার। এই স্টকটি এখন মাল্টিব্যাগার শেয়ারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও বিপুল উৎসাহে এভারেস্ট কান্টোতে বিনিয়োগ করছেন।
দু'বছর আগে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০১৯ সালে এভারেস্ট কান্তোর শেয়ারের দাম ছিল ২৭.৫৫ টাকা। তিন বছর পরে আজ সেই শেয়ারের দাম পৌঁছেছে ২৫৫ টাকায়। কোনও স্মল ক্যাপ শেয়ারের এমন উড়ান দেখে আশ্চর্য বাজার বিশেষজ্ঞরাও। তবে শেয়ারের দুনিয়ায় অসম্ভবও সম্ভব হয়, বলছেন তাঁরা। ২ ফেব্রুয়ারি ইন্ট্রাডে-র আগের ক্লোজিং থেকে স্টকটি ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত দু'দিনে এর মজুত বেড়েছে ৮ শতাংশ।
advertisement
advertisement
শেয়ার দুনিয়ায় এমন উড়ান চলতেই থাকে: শেয়ার বাজারের প্রতিটা স্কেল পূরণ করেছে এভারেস্ট কান্তো। ৫ দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করছে এভারেস্ট কান্তো। মাত্র এক বছরের ব্যবধানে ৩৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকের বাজারদর। শুধু চলতি বছরেই বেড়েছে ১২.৭ শতাংশ। গত বছরের শেষ ত্রৈমাসিকে কোম্পানির ১১ জন কর্তৃপক্ষের কাছে ৬৭.৩৯ শতাংশ বা ৭.৫৬ কোটি টাকার শেয়ার ছিল। একই সময়ে ৪২ হাজার ৪১৯ জন পাবলিক শেয়ারহোল্ডারের কাছে রয়েছে ৩২.৬১ শতাংশ বা ৩.৬৫ কোটি টাকার শেয়ার। এছাড়া বিদেশি বিনিয়োগকারীর কাছে ০.৫৬ শতাংশ বা ৬.২২ লাখ টাকার শেয়ার রয়েছে।
advertisement
১ লাখ থেকে ৯.২৫ লাখ টাকা: যদি কোনও বিনিয়োগকারী ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি এক লাখ টাকার এভারেস্ট কান্তোর শেয়ার কিনে থাকেন তাহলে আজ তা ৯.২৫ লাখ টাকা হয়ে গিয়েছে। কোম্পানির ব্যবসা ধারাবাহিকভাবে বেড়েছে। ফলে তাদের শেয়ারের চাহিদা উর্ধ্বমুখী বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
advertisement
এভারেস্ট কান্তোর প্রোফাইল: মূলত ধাতব পণ্য তৈরি করে এভারেস্ট কান্তো। তরল পেট্রলিয়াম গ্যাস এবং অন্যান্য গ্যাসের সিলিন্ডার এবং যন্ত্রপাতি তৈরি করাই এদের কাজ। শুধু ভারতেই নয়, বিদেশেও চুটিয়ে ব্যবসা করছে এই কোম্পানি। চিন, সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, থাইল্যান্ডেও নিজেদের তৈরি পণ্য বিক্রি করে এভারেস্ট কান্তো। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এই স্টক নিয়ে উৎসাহিত।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: ১ লাখ থেকে লাফিয়ে ৯.২৫ লাখ! ৩ বছরে ৮০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement