একটি ছোট শখই মুহূর্তেই লাখপতি করে দিতে পারে ৷ বহু এমন মানুষ আছেন যাঁরা পুরনো টাকা ও কয়েন জমানোর শখ রাখেন তাঁদের অত্যন্ত বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
বাড়িতে বসেই কড়কড়ে সাত লক্ষ রোজগারের বিরাট সুযোগ থাকছে ৷ এই নোট ও কয়েনের সাহায্যে বাড়িতে বসেই লক্ষ লক্ষ টাকা রোজগারের সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এর জন্য কোনও বিনিয়োগের প্রয়োজন নেই ৷ আজ থেকে ২৬ বছর আগে ভারত সরকার এই নোট বন্ধ করে দিয়েছে কিন্তু ২০১৫ পর্যন্ত এর মুদ্রণ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
এরপরেই এই নোট নতুন ভাবে বাজারে এসেছে ৷ এর মাধ্যমেই লাখপতি হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
৭ লক্ষ টাকায় বিক্রি হবে পারে এই নোট ৷ এই নোটের সব থেকে বড় বিষয় এটাই যে এই নোট স্বাধীনতার পরের একমাত্র ৷ এই নোটে সেই সময়ের গভর্নর ডব্লু কেলির সই আছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
এই নোট ৮০ বছরের পুরনো ৷ ব্রিটিশ আমলের এই নোট ১৯৩৫ সালে বাজারে এসেছিল ৷ এছাড়াও ১৯৬৬ সালের এক টাকার নোটের দাম ৪৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
এই রকমেই ১৯৫৭ সালের ১ টাকার নোটের বিনিময়ে ৫৭ টাকা পাওয়া যেতে পারে ৷ এই ধরনের নোট থাকলেই যা যা করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
এই বিশেষ টাকা বিক্রি করতে OLX-এ সেলর পূপে নিজের নাম রেজিস্টার্ড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
এরপরেই নোটের দুই দিকের ছথবি তুলে আপলোড করতে হবে ৷ তারপরে মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
ওয়েবসাইটে দেওয়া তথ্য ভেরিভাই বা যাচাই করা হবে ৷ তারপরেই যিনি কিনতে চাইবেন তিনি সরসারি যোগাযোদগ করবেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
ওয়েবসাইটে দেওয়া তথ্য ভেরিভাই বা যাচাই করা হবে ৷ তারপরেই যিনি কিনতে চাইবেন তিনি সরসারি যোগাযোগ করবেন ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
১৯৮৭ সালের ১ টাকার নোটের বান্ডিলে ১৫ হাজার টাকা রোজগার করতে পারেন ৷ এই ধরনের নোটই বাড়িতে বসে লাখপতি করে তুলতে পারে ৷ প্রতীকী ছবি ৷