আজকে বন্ধ হয়ে যাচ্ছে ১১০ বছরের পুরনো এই ব্যাঙ্ক, জলে চলে গেল আপনার জমানো টাকা ?

Last Updated:

এরপর ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না ৷

#পুণে: বৃহস্পতিবার তালা লাগতে চলেছে পুণের রুপি সহকারি ব্যাঙ্কে (Rupee Co-operative Bank Ltd) ৷ এর সঙ্গে এদিন থেকে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ৷ রিজার্ভ ব্যাঙ্কে নিয়মাবলী মেনে না চলায় গত মাসেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছিল আরবিআই ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল রুপি সহকারি ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঞ্জি এবং আগামী দিনে আয়ের সম্ভাবনা প্রায় নেই ৷
লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক ১০ অগাস্ট লাইসেন্স বাতিল করার নোটিস জারি করেছিল ৷ নোটিসে জানানো হয়েছিল ব্যাঙ্কের লাইসেন্স ১০ অগাস্ট থেকে ৬ সপ্তাহ পরে বাতিল করা হবে ৷
advertisement
এরপর ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না ৷ ২২ সেপ্টেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ লাগু হয়ে গিয়েছে এবং ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷
advertisement
তাহলে কী ডুবে যাবে গ্রাহকদের টাকা ?
নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে এবং বন্ধ হয়ে গেলে ৫ লক্ষ টাকা ডিপোজিট ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ DICGC আপনাকে ইনস্যুরেন্স কভার দিয়ে থাকে ৷ এই ব্যাঙ্কে ৫ লক্ষ টাকার কম থাকলে আপনার টাকা ডুববে না ৷ আপনি পুরো টাকা পেয়ে যাবেন ৷ ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে নিয়ম অনুযায়ী, আপনার যত টাকায় থাকুন না কেন সর্বোচ্চ আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজকে বন্ধ হয়ে যাচ্ছে ১১০ বছরের পুরনো এই ব্যাঙ্ক, জলে চলে গেল আপনার জমানো টাকা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement