বিশ্বকাপের ম্যাচের ফল! বুকিদের মাথায় হাত
Last Updated:
জার্মানির অবাক হার। ব্রাজিল, আর্জেন্টিনার ড্র। ছোট টিমগুলির পৌষমাস হলেও, সর্বনাশ বুকিদের। ফেভারিটদের এই দুর্দশায় অনেক বুকি কার্যত পথে বসেছেন। কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে।
#মস্কো: জার্মানির অবাক হার। ব্রাজিল, আর্জেন্টিনার ড্র। ছোট টিমগুলির পৌষমাস হলেও, সর্বনাশ বুকিদের। ফেভারিটদের এই দুর্দশায় অনেক বুকি কার্যত পথে বসেছেন। কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে।বিশ্বকাপের কোনও ম্যাচ শুধু কি দুই টিমের জয়-পরাজয়ের হিসাব দেয়। ম্যাচের বাইরে বলা ভাল, পর্দার আড়ালে চলে অন্য খেলা।
পর্তুগাল, নেদারল্যান্ডস, নরওয়ে, ব্রিটেন, মালয়েশিয়ার মতো দেশে বেটিং আইনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে এই দেশের বুকিরা সক্রিয় হন। কিন্তু তথাকথিত হেভিওয়েট টিমগুলো প্রথম ম্যাচে যেভাবে হোঁচট খেয়েছে তাতে আতঙ্কের স্রোত বুকিদের মধ্যে। জার্মানির পক্ষে দর ছিল ২/১। লোর টিম জিতলে ২ ডলারে ১ ডলার মিলত। মেক্সিকোর দর ১৩/২। দু ডলার দিয়ে ১৩ ডলার জেতার সুযোগ। মুষ্টিমেয় যারা ঝুঁকি নিয়ে মেক্সিকোর হয়ে বাজি লড়েন তাঁরা লাভবান হন। মুলার গোল করলে যিনি বাজি লড়েছেন তিনি ৫ ডলার খরচ করে ২৩ ডলার পেতেন। সেই হিসেবও মেলেনি।
advertisement
advertisement
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচেও বুকিদের বাজি ছিলেন নেইমাররা। ব্রাজিল জিতলে ৫ ডলার মিলত ২ ডলারে। আর সুইসরা ড্র করবে এমন অঙ্কে যারা এগিয়েছিলেন তাঁরা ২ ডলার দিয়ে ১০ ডলার পেয়েছেন। আর্জেন্টিনা ম্যাচেও একই ফল। সাম্পাওলির দলের জেতার দর ছিল ৪/৩। আর মেসি গোল করলে ৫ ডলার দিয়ে মিলত ৩ ডলার।
advertisement
ম্যাচ শেষে যারা মেসি বা আর্জেন্টিনার হয়ে বাজি লড়েন তাঁদের মাথায় হাত। তিন বিগ ম্যাচে এপর্যন্ত বুকিদের প্রায় ৩ হাজার কোটি ডলার খসেছে। বেটিং বাজারে কার্যত ধস নামলেও প্রথম রাউন্ড পর্যন্ত অনেকেই অপেক্ষা করতে চান। কেউ কেউ বলছেন ততক্ষণে না আরও ক্ষতি হয়ে যায়।
view commentsLocation :
First Published :
June 18, 2018 8:30 PM IST

