বিয়ারে বিশ্বকাপ উদযাপন ! ৩২ দেশের স্বাদ চাখতে তৈরি এই ব্যক্তি
Last Updated:
কিন্তু ইংল্যান্ডের গস হালি যা করেছে তা তো প্রশ্নাতীত ৷ ফুটবল যুদ্ধে সামিল সব দেশ থেকে সংগ্রহ করেছেন স্থানীয় বিয়ার ৷
#লন্ডন: বিশ্বকাপ মরসুমে কী না করছে ভক্তরা ৷ রাত জেগে খেলা দেখা তো বাদই দিলাম, পছন্দের দলের জার্সি থেকে দলের পতাকা দিয়ে পাড়া সাজানো ৷ প্রতিবারের মত এসব চলছেই ৷ সঙ্গে প্রিয় দলের জয়ের জন্য প্রার্থনা-পুজো-যজ্ঞ ৷ এসবে ঝক্কি কম নয়, পরিশ্রমও আছে ৷ কিন্তু ইংল্যান্ডের গস হালি যা করেছে তা তো প্রশ্নাতীত ৷ ফুটবল যুদ্ধে সামিল সব দেশ থেকে সংগ্রহ করেছেন স্থানীয় বিয়ার ৷
আরও পড়ুন IN PICS:নেইমার এন্ড কোংয়ের সমর্থণে তৈরি স্ট্রিপ অফ করতে তৈরি সুপার হট গার্ল, পিছিয়ে নেই পেরুও
এখন এই ৩২ রকমের বিয়ার নিয়ে জমিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখছেন ইংল্যান্ডের চেলটেনহমের তরুণ ৷ যেই কোন দল বিশ্বকাপ থেকে বাদ হবে, ওমনি খালি হবে সেই দলের বিয়ার বোতল ৷ অর্থাৎ বাদ পড়া দেশের বিয়ার পান করবেন গস ৷ ৩২টি দেশের বিয়ার সংগ্রহে তাঁর খরচ হয়েছে প্রায় ৫০০ ইউরো, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৪৫ হাজার টাকা ৷
advertisement
advertisement
তবে এই ৩২ রকমের বিয়ার যোগাড় করতে কাল ঘাম ছুটেছিল গস হালির ৷ কিছু দেশের বিয়ার যেমন ডেনমার্কের কার্ল্সবার্গ, জার্মানির হেনিকেন সহজে মিললেও বেশ কিছু দেশের বিয়ার মোটই সহজে পাননি গাস ৷ দূর দূরান্ত ঘুরেছেন বা বন্ধুদের সাহায্যে জোগাড় করেছেন তাঁর সাধের পানীয় ৷ তাঁর সংগ্রহে রয়েছে সৌদি আরব ও ইরানের বিশেষ পানীয় হিল্সবার্গ ও ডেলস্টর ৷ প্রতিদিনের ম্যাচ দেখার সঙ্গে সঙ্গে এখন শুধু বোতল খোলার অপেক্ষায় ইংল্যান্ডের গস হালি ৷
advertisement
A football fan, Gus Hully has done one of the most creative thing in preparation for the World Cup. He made a collection of beer from each country (32 Countries) participating at the Russia 2018 World Cup... Can you spot Nigeria's beer? pic.twitter.com/rS2SlR1MJG
— Umelo Chijioke (@umelocj) June 15, 2018
advertisement
Location :
First Published :
June 18, 2018 2:23 PM IST

