শ্রী নেই, জাতীয় পুরস্কার অনুষ্ঠানে আবেগে ভাসলেন বনি
Last Updated:
কেরিয়ারের শেষ ছবি 'মম'-এর জন্য মরণোত্তর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী।
#নয়াদিল্লি: অবশেষে এল জাতীয় পুরস্কার। ৩০০ ছবির পর পেলেন সম্মান। কিন্তু এমন দিনে শ্রীদেবী নেই। তাঁর হয়ে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগে ভাসলেন স্বামী বনি কাপুর।
বৃহস্পতিবার ৬৫তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সন্ধেতেই রিহার্সালের জন্য দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে দিল্লি পৌঁছে যান বনি। সংবাদ মাধ্যমকে বনি জানান, "শ্রীদেবী আজ থাকলে খুব খুশী হতো। আজ খুবই গর্বের দিন আমাদের কাছে। আমরা খুব খুশি। আজ ওর কাজ যোগ্য স্বীকৃতি পেল।"
advertisement
advertisement
কেরিয়ারের শেষ ছবি 'মম'-এর জন্য মরণোত্তর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী। দীর্ঘ ৫০ বছরের কেরিয়ারে 'মম' তাঁর ৩০০তম ছবি।
Location :
First Published :
May 03, 2018 4:59 PM IST









