জাতীয় পুরস্কার কোন মন্ত্রীর হাত থেকে নয়, প্রতিবাদে শিল্পীরা

Last Updated:

জাতীয় চল্লচিত্র উৎসব ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ পুরস্কার মঞ্চে অল্প সময়ের জন্য থাকবেন রাষ্ট্রপতি ৷

#নয়াদিল্লি: জাতীয় চল্লচিত্র উৎসব ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ পুরস্কার মঞ্চে অল্প সময়ের জন্য থাকবেন রাষ্ট্রপতি ৷ প্রতি বছরের রীতি মেনে এবার সব বিজয়ীদের হাতে সব পুরস্কার তুলে দেবেন না তিনি ৷ কয়েকজনকেই তিনি পুরস্কার প্রদান করবেন ৷ বাকিদের হাতে পুরস্কার তুলে দেবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷
advertisement
এই নিয়ে শিল্পীদের মধ্যে অশন্তোষ তৈরি হয়েছে ৷ জায়তী পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে নিয়েই সম্মানিত হন শিল্পীরা ৷ এতেই তাঁরা অভ্যস্ত ৷ কোন মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে আপত্তি জানাচ্ছেন তাঁরা ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ৷ মঞ্চে কেন রাষ্ট্রপতি না থেকে থাকবেন মন্ত্রী এই প্রশ্নই তুলছেন তাঁরা ৷ জানানো হচ্ছে রাষ্ট্রপতির কিছু ব্যস্ততা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
তবে এরই প্রতিবাদ করছেন শিল্পীরা ৷ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ ইতিমধ্যেই প্রতিবাদপত্র পাঠানো হয়েছে ৷ প্রতিবাদপত্রে ৬২জন শিল্পীর সই রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পুরস্কার কোন মন্ত্রীর হাত থেকে নয়, প্রতিবাদে শিল্পীরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement