Birbhum news: থ্যালাসিমিয়া শিশুকে রক্ত দিয়ে বাঁচাল এই সংগঠন! ঘটনা জানলে চোখে জল আসবে

Last Updated:

রক্ত দিয়ে শিশুর পাশে দাঁড়ালেন বোলপুরের বাসিন্দা

বীরভূম: থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর রক্তের প্রয়োজন। কিন্তু শিশুর প্রয়োজনীয় গ্রুপের রক্ত পাচ্ছিলেন না পরিবারের লোকজন। সেই কথায় ভাইরাল হয়েছিল হোটাসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। খবর জানতেই পরিবারের পাশে দাঁড়ালো বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা৷
ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের বোলপুরে। ওই সংগঠন সূত্রে জানা গিয়েছে, পাড়ুইয়ের বাসিন্দা মহম্মদ সাইদুল হক। তাঁর বছর আড়াইয়ের কন্যা সাইনা খাতুন থ্যালাসেমিয়া আক্রান্ত। কিন্তু সাইনার প্রয়োজনীয় গ্রুপের রক্ত জোগাড় করতে পারছিলেন না সাইদুল এবং তাঁর পরিবারের লোকজন। বাধ্য হয়ে সেই সমস্যার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর জানতে পারেন বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁরা তাঁদের ডোনার তালিকা চেক করেন এবং ওই গ্রুপের রক্ত কে দিতে পারবেন তাঁর সন্ধান শুরু হয়। এরপরেই বোলপুরের বাসিন্দা প্রাণতশ্মী নন্দির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এসে ওই গ্রুপের রক্ত দেন। ওই সংগঠনের সদস্যরা জানান, যে সকল গ্রুপের রক্ত চট করে পাওয়া যায় না। তাঁদের একটি তালিকা রয়েছে সংগঠনের কাছে ৷ সেখান থেকে ডোনারের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা যায়া।
advertisement
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: থ্যালাসিমিয়া শিশুকে রক্ত দিয়ে বাঁচাল এই সংগঠন! ঘটনা জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement