Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা এই জেলায়, কেমন থাকবে শনিবারের আবহাওয়া, জানুন ওয়েদার আপডেট

Last Updated:

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ দিন কয়েক ধরেই বৃদ্ধি পেয়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হু হু করে উত্তুরে হাওয়া বইতে শুরু করায় এক ধাক্কায় অনেকটাই নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

ঠাণ্ডায় কাঁপছে বীরভূম
ঠাণ্ডায় কাঁপছে বীরভূম
#বীরভূম: দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে গ্রীষ্মকালে যেমন গরম দেখা যায় ঠিক সেই রকমই শীতকালেও ঠান্ডার প্রভাব থাকে যথেষ্ট বেশি। চলতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই বীরভূমে শুরু হয়েছে হালকা শীতের আমেজ। নভেম্বর মাসে তাপমাত্রার পারদ অনেকটা নামলেও কনকনে শীত সেই ভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার থেকে কনকনে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে বীরভূম জেলায়।
সাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ দিন কয়েক ধরেই বৃদ্ধি পেয়েছিল। সেই রকমই বীরভূমের তাপমাত্রার পারদও বাড়তে থাকে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হু হু করে উত্তুরে হাওয়া বইতে শুরু করায় এক ধাক্কায় অনেকটাই নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
advertisement
advertisement
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই শীতের আমেজ আগামী সাত দিন বজায় থাকবে। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশেপাশে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
advertisement
সাধারণত বীরভূমে প্রতিবছর শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৬ থেকে ৭ ডিগ্রিতেও নামতে দেখা যায়। তবে এই তাপমাত্রার পতন দেখা যায় মূলত ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুতে। এই বছর তুলনামূলক ভাবে সময়ের আগে শীতের আমেজ পাওয়া যাচ্ছে।
শনিবার শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম, একইভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম থাকবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Weather Update: হাড় কাঁপানো ঠান্ডা এই জেলায়, কেমন থাকবে শনিবারের আবহাওয়া, জানুন ওয়েদার আপডেট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement