WB Panchayat Elections Result 2023: ২৪ ঘণ্টা আগে গ্রেফতার করেছিল NIA! জয়ী হলেন গ্রেফতার হওয়া তৃণমূলের সেই প্রার্থী

Last Updated:

WB Panchayat Elections Result 2023: জয়ী হলেন এনআইএ-এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল প্রার্থী। জানা গিয়েছে, ৩০৯টি ভোটে জয় লাভ করেছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ।

 জয়ী হলেন গ্রেফতার হওয়া তৃণমূলের সেই প্রার্থী
জয়ী হলেন গ্রেফতার হওয়া তৃণমূলের সেই প্রার্থী
বীরভূম: জয়ী হলেন এনআইএ-এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল প্রার্থী। জানা গিয়েছে, ৩০৯টি ভোটে জয় লাভ করেছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ।
জানা যায়, নলহাটি বিধানসভা এলাকার বাণিয়োর পঞ্চায়েতের গোপাল পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী হয়েছিলেন মনোজ ঘোষ। সোমবার মনোজকে নলহাটি থানায় ডেকে পাঠানো হয়।মনোজকে সোমবার নলহাটি থানায় প্রথমে জিজ্ঞেসাবাদ করে এনআইএ-এর আধিকারিকরা। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে কলকাতা নিয়ে যাওয়া হবে।
advertisement
advertisement
গত ২৮ জুন সকালে আচমকাই নলহাটির বাহাদুরপুরে মনোজ ঘোষের একটি পাথর খাদানে হানা দেয় এনআইএ সদস্যরা। দীর্ঘ আট থেকে দশ ঘন্টা ওইদিন তল্লাশি চালান আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অফিসে সেই সময় মনোজ ঘোষের ম্যানেজার পার্থকুমার মণ্ডল উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে সঙ্গে নিয়েই খাদানের কাছে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।
advertisement
পাশাপাশি দুটি ব্যাগে জিলেটিন স্টিক ও ডিটোনেটর ও আগ্নেয়াস্ত্র নিয়ে যায় এনআইএ। তবে কত পরিমাণ ডিটোনেটর উদ্ধার হয়েছিল তা জানা যায়নি এখনও। কিন্তু ওই দুটি ঘর সিল করে দেওয়া হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে, মনোজকে দু’বার নোটিস পাঠানো হয় জিজ্ঞেসাবাদের জন্য। কিন্তু তিনি হাজির হননি। এরপর আদালতের নির্দেশে তাঁকে ডেকে পাঠানো হয় তাঁকে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
WB Panchayat Elections Result 2023: ২৪ ঘণ্টা আগে গ্রেফতার করেছিল NIA! জয়ী হলেন গ্রেফতার হওয়া তৃণমূলের সেই প্রার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement