Birbhum News: অচেনা নম্বর থেকে ভিডিও কল? সাইবার ফাঁদ নয়তো! দেখুন কী বলছে সাইবার সেল

Last Updated:

সাইবার প্রতারণা অর্থাৎ অনলাইনে প্রতারণা অথবা সাইবার অপরাধে জড়িয়ে যাওয়ার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, তা নিয়ে বীরভূম জেলা পুলিশের সাইবার সেল বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে

+
হাতে

হাতে কলমে সচেতনতা

#বীরভূম: বর্তমান সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল লেনদেন। তবে এই ডিজিটাল মাধ্যমের ব্যবহার যেমন বাড়ছে, ঠিক সেইরকমই বাড়ছে নানান সাইবার অপরাধ, প্রতারণা। এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার উপায় এবার হাতে কলমে বাতলে দিল সাইবার সেল।
সাইবার প্রতারণা অর্থাৎ অনলাইনে প্রতারণা অথবা সাইবার অপরাধে জড়িয়ে যাওয়ার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, তা নিয়ে বীরভূম জেলা পুলিশের সাইবার সেল বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। মূলত, তারা এই কর্মসূচি গ্রহণ করে থাকে উঠতি বয়সীদের নিয়ে। কারণ তাদের হাতেই এখন সবচেয়ে বেশি স্মার্টফোন এবং তারাই এইরকম বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়েন। সেই রকমই শনিবার একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলো সিউড়ি বিদ্যাসাগর কলেজে।
advertisement
আরও পড়ুন- বীরভূমের বাজারে বাজারে হানা আরএমসি-র! কেন জানেন?
সিউড়ি বিদ্যাসাগর কলেজে এদিন বীরভূম জেলা পুলিশের সাইবার সেলের একটি টিম পৌঁছে যায় এবং সেখানকার এনসিসি পড়ুয়াদের নিয়ে নানান আলোচনা করা হয়। সেখানে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে এই ধরনের প্রতারণা ও অপরাধমূলক কাজ হয়ে থাকে এবং এই সকল বিষয় থেকে কীভাবে দূরে সরে থাকা যায়।
advertisement
advertisement
এই সচেতনতামূলক অনুষ্ঠানে পুলিশকর্মীরা জানান, বহু ক্ষেত্রে লক্ষ্য করা যায় অচেনা নম্বর থেকে ভিডিও কল আসছে। সেই কল রিসিভ করার পর দেখা যায় অপর প্রান্তে থাকা ব্যক্তি অশ্লীল মুহূর্ত তুলে ধরছে। তারপর সেই ভিডিও কল ওই ব্যক্তি রেকর্ডিং করে টাকা পয়সা দাবি করে। তাই এই ধরনের ভিডিও কল রিসিভ করার আগে সচেতন হতে হবে।
advertisement
এছাড়াও সাইবার সেলের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়, কোনরকম সন্দেহজনক লিঙ্কে কেউ যেন ক্লিক না করেন। তাতে আর্থিক প্রতারণার ঘটনা ঘটতে পারে। এছাড়াও লটারি বা অন্য কোন প্রলোভন থেকেও এড়িয়ে চলতে হবে। কারণ বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যায় লটারিতে টাকা জেতার নাম করে আর্থিক প্রতারণার ঘটনা ঘটে। এর পাশাপাশি, অচেনা অপরিচিত কোন ব্যক্তির থেকে কোন কিউআর কোড যেন কেউ স্ক্যান না করেন। মোটের উপর এই সচেতনতামূলক কর্মসূচিতে, সাইবার প্রতারণা বা অপরাধ থেকে দূরে সরে থাকার জন্য, সচেতনতাই মূল হাতিয়ার বলে জানানো হয়।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অচেনা নম্বর থেকে ভিডিও কল? সাইবার ফাঁদ নয়তো! দেখুন কী বলছে সাইবার সেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement