Birbhum News: উদাসীন প্রশাসন! ময়ূরাক্ষী নদীর উপর বাঁশের সেতু তৈরি করলেন গ্রামবাসীরাই!

Last Updated:

নদীর জল বাড়তে শুরু করায় নদী পারাপার করতে সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা

+
বাঁশের

বাঁশের সেতু

#বীরভূম: ময়ূরাক্ষী নদী এমনিতেই খরস্রোতা। গ্রীষ্মকালে সেভাবে এই নদীতে জল না থাকলেও, বর্ষা আসার আগে থেকেই বৃষ্টির জলে ফুলে-ফেঁপে উঠতে থাকে এই নদী। প্রতি বছরের মতো একই অবস্থা এই বছরও। ইতিমধ্যেই কয়েক দফা বৃষ্টিতে এই নদীর জল বাড়তে শুরু করেছে। আর নদীর জল বাড়তে শুরু করায় নদী পারাপারের সমস্যায় পড়েছেন এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দারা।
বীরভূমের মহম্মদবাজার ব্লকের অন্তর্গত আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের বড়াম, নরসিংহপুর, খোদায়বাগান, বেহিড়া, ভেজেনা সহ ১২টি গ্রামের বাসিন্দারা নিজেদের গ্রাম থেকে মহম্মদবাজার বা অন্যত্র যাওয়ার জন্য ময়ূরাক্ষী নদীর উপর থাকা অস্থায়ী রাস্তার উপর নির্ভরশীল। কিন্তু বর্ষায় নদীর জল বাড়লেই এই অস্থায়ী রাস্তা ভেঙে যায়। প্রতিবছরের মতো এই বছরও দিন কয়েকের বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর জল বেড়েছে এবং এই অস্থায়ী রাস্তাটি ভেঙে গিয়েছে। এরপর গ্রামের মানুষ নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে পাশাপাশি দুটি বাঁশের সেতু তৈরি করেন। সেই সেতু দিয়েই চলছে পারাপার।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা বছরের পর বছর ধরে এই ভাবেই অসুবিধার মধ্যে নিজেদের জীবনযাপন করছেন। বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার পর তাঁদের যাতায়াত সমস্যা আরও বেড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পৌঁছানো কষ্টকর হয়ে দাঁড়ায়। আগে ব্লকের তরফ থেকে একটি নৌকা দেওয়া হয়েছিল বর্ষায় যাতায়াত করার জন্য। সেই নৌকাটিও ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত তাই বাঁশের সেতু তৈরি করে নদী পারাপার করছেন তাঁরা। তবে নদীর জল আরও বাড়লে, কীভাবে পারাপার করা যাবে, তা নিয়েও তাঁদের সংশয় রয়েছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "আমরা নিজেরাই এই বাঁশের সেতু দুটি তৈরি করেছি। কারণ এই বাঁশের সেতু তৈরি করা না হলে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বাজার ঘাট বন্ধ হয়ে যাবে।" পাশাপাশি তারা এটাও জানিয়েছেন, একটি স্থায়ী সেতুর জন্য দীর্ঘদিন ধরে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছেন। কিন্তু কোনো ব্যবস্থা হয়নি।
advertisement
অন্যদিকে, এই প্রসঙ্গে আঙ্গার গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী বাগদী জানিয়েছেন, নদীর জল কমলে অস্থায়ী রাস্তা তৈরি করে দেওয়া হবে।
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: উদাসীন প্রশাসন! ময়ূরাক্ষী নদীর উপর বাঁশের সেতু তৈরি করলেন গ্রামবাসীরাই!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement