Birbhum News: মর্মান্তিক! জামাইয়ের ছুরির কোপে মৃত্যু শাশুড়ির!
Last Updated:
পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের জেরে জামাইয়ের হাতে খুন হতে হলো শাশুড়িকে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত মড্ডা গ্রামে
#বীরভূম: পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের জেরে জামাইয়ের হাতে খুন হতে হলো শাশুড়িকে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত মড্ডা গ্রামে। মৃতের নাম মাফুজা বিবি। বয়স ৬০ বছর। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত জামাইয়ের নাম কাশেম শেখ। বাড়ি ময়ূরেশ্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাফুজার একমাত্র মেয়ে রুবির সঙ্গে বিয়ে হয় ময়ূরেশ্বরের কাশেম শেখের। তাদের দুই ছেলে মেয়ে বর্তমান। মাফুজার স্বামী মারা যাওয়ার পর রুবি মায়ের সঙ্গেই বাড়িতে থাকতেন। অভিযোগ, কাশেম শেখ কোনও কাজ করতেন না। এমনকী, মদ্যপ অবস্থায় বাড়িতে এসে হামেশাই ঝামেলা করতেন। এই নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত।
advertisement
advertisement
অন্যদিকে, এই অশান্তির কারণে গত তিন মাস আগে রুবির সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ হয় কাশেমের। এরপর মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় কাশেম নানুরের মড্ডা গ্রামে আসে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে রুবিকে আক্রমণ করার চেষ্টা করে কাশেম। সেই সময় তাঁর মেয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে সেও আহত হয়। তাঁর চিৎকার শুনে মাফুজা ছুটে এলে তাদেরকে ছেড়ে কাশেম আক্রমণ করে শাশুড়িকে। সেখানেই গুরুতর অবস্থায় আহত হন মাফুজা এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে রুবি জানান, "মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় কাশেম বাড়িতে ঝামেলা করতে এলে আমরা দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। কাশেম এলোপাথাড়ি ছুরি চালায়। সেই সময় মা আমাদের বাঁচাতে এলে সামনে পড়ে যান এবং ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।"
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
May 18, 2022 2:30 PM IST