Birbhum news: সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশ মেঘাচ্ছন্ন, কীভাবে উদযাপিত হচ্ছে রবীন্দ্র তিরোধান দিবস?

Last Updated:

বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করছে বীরভূমের শান্তিনিকেতন।

+
title=

বীরভূম: আজ মঙ্গলবার, ২২শে শ্রাবণ। রবীন্দ্র তিরোধান দিবস। ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা, সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করছে বীরভূমের শান্তিনিকেতন। এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টিতে লাল মাটি ভিজে স্যাঁতস্যাতে। কেমন যেন গোটা শান্তিনিকেতন জুড়ে ভারাক্রান্ত হৃদয়। ঠিক এরকম একটা পরিবেশে বাঙালি প্রিয় কবি রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর অজস্ব লেখা। কথায়, গানে, লেখায় আজীবন থাকবেন বাঙালীর মননে।
বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য। সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে বীরভূম রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস।
advertisement
ভোর বেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
advertisement
বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এ বছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকালে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে।
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশ মেঘাচ্ছন্ন, কীভাবে উদযাপিত হচ্ছে রবীন্দ্র তিরোধান দিবস?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement