Vande Bharat Express|| বোলপুর থেকে হাওড়া বন্দে ভারতে ২১০ টাকা ছাড়! বুকিংয়ের সময় মেনে চলুন এই পদ্ধতি

Last Updated:

Vande Bharat express bolpur to howrah booking: দেশের প্রথম সারির এমন একটি প্রিমিয়াম ট্রেনে ২১০ টাকা ভাড়া কম দেওয়া হচ্ছে এমনটা অনেকের বিশ্বাস নাও হতে পারে। তবে সঠিক অপশন বেছে নিলে কিন্তু ২১০ টাকা কমই বোলপুর থেকে হাওড়া বন্ধে ভারত এক্সপ্রেসে চড়ে শখ পূরণ করা যেতে পারে।

#বীরভূম: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির বিদেশি ধাঁচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে এখন বাংলার মানুষদের মধ্যে উৎসাহের শেষ নেই। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াতের সময় বোলপুর রেল স্টেশনের স্টপেজ দেওয়া শুরু হতেই বীরভূমের বাসিন্দাদের মধ্যেও এই ট্রেন নিয়ে উৎসাহ বাড়তে শুরু করেছে। অধিকাংশ যাত্রীদের মধ্যেই ইচ্ছে যাচ্ছে একবার এই ট্রেনে চড়ে সফর করার।
তবে ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি হওয়ার ফলে সাহস করছেন না অনেকেই। সেই সকল যাত্রী যাদের ইচ্ছে রয়েছে অথচ ভাড়া দেখে সাহস হচ্ছে না তাদের জন্য একটি সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। আর সেই সুযোগে বোলপুর রেল স্টেশন থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে ২১০ টাকা কম ভাড়া পড়তে পারে।
আরও পড়ুনঃ সুন্দরবনে হামেশাই দেখা মিলছে রয়েল বেঙ্গলের! ঘুরে আসুন আপনিও
দেশের প্রথম সারির এমন একটি প্রিমিয়াম ট্রেনে ২১০ টাকা ভাড়া কম দেওয়া হচ্ছে এমনটা অনেকের বিশ্বাস নাও হতে পারে। তবে সঠিক অপশন বেছে নিলে কিন্তু ২১০ টাকা কমই বোলপুর থেকে হাওড়া বন্ধে ভারত এক্সপ্রেসে চড়ে শখ পূরণ করা যেতে পারে। বোলপুর থেকে হাওড়া বন্দে ভারতের টিকিটে ২১০ টাকা কম পাওয়ার জন্য যাত্রীদের টিকিট বুকিং করার সময় খাবার বেছে নেওয়ার অপশনে বেছে নিতে হবে 'No Food'।
advertisement
advertisement
এমনিতে বোলপুর থেকে হাওড়া সিসি ভাড়া হল ৭৩৫ টাকা, 'No Food' অপশন বেছে নিলে পড়বে ৫৪০.৪০ টাকা। ট্রেনের ভাড়া কম পড়বে ১৯৪.৬০ শূন্য টাকা। ইসি টিকিট এর ক্ষেত্রে বোলপুর থেকে হাওড়ার ভাড়া ১২৪৫ টাকা। টিকিট বুকিং করার সময় যদি 'No Food' অপশন বেছে নেওয়া হয় তাহলে পড়বে ১০৩৫.৪০ টাকা। ভাড়া কম পড়ছে ২০৯.৬০ টাকা।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Vande Bharat Express|| বোলপুর থেকে হাওড়া বন্দে ভারতে ২১০ টাকা ছাড়! বুকিংয়ের সময় মেনে চলুন এই পদ্ধতি
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement