Tasty Food: একেবারে অন্য জায়গার খাবার তাতেই মজেছেন এখন রামপুরহাটের মানুষ

Last Updated:

Tasty Food: সম্প্রতি ট্রেন্ডিং এ থাকা ফালুদা এবার মিলছে বীরভূমের রামপুরহাটে 

+
,

, ফালুদা হল একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন একটি পানীয়

বীরভূম: এখন আর কোনও মানুষ একজায়গা বাস করলে অন্য কোনও প্রদেশ বা দেশের খাবার চেখে দেখেন না এমন মানুষ মেলা দুষ্কর৷   সম্প্রতি ফুড ট্রেডিং এ নতুন আইটেম হুড়মুড়িয়ে উঠে এসেছে। তা হল ফালুদা। দারুণ টেস্টি  ফালুদা মিলছে বীরভূমের রামপুরহাটে।
রাজস্থান থেকে আসা একটি দল রামপুরহাটের একাধিক জায়গায় ফালুদা বিক্রি করছেন। তা খেতেই ভিড় করছেন অসংখ্য মানুষ।
advertisement
বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, ফালুদা হল একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন একটি পানীয়। যা দুধ ,মিষ্টি তুলসীর বীজ, জেলি, ও বাদাম দিয়ে তৈরি করা হয়ে থাকে। আর তীব্র গরমের মরশুমে কিছুটা স্বস্তি পেতে সেই ফালুদাকে গ্রহণ করছেন ক্রেতারা।
advertisement
বিক্রেতারা দেবী লাল জানান, রাজস্থান থেকে তাঁরা ১০ থেকে ১২ জন মত এসেছেন। তাঁরা কিছুদিন আগেই রামপুরহাট শহরে এসেছেন। শহরের বাসস্ট্যাণ্ড, স্টেশন চত্বর সহ চার জায়গায় এই মিষ্টি পানীয়ের দোকান লাগিয়েছেন। তা খেতেই ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। বিক্রেতারা আরও জানান, এখন সকলে এই নিয়ে ওয়াকিবহাল নন। সবাই জানলে ভিড় আরও বাড়বে।
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Tasty Food: একেবারে অন্য জায়গার খাবার তাতেই মজেছেন এখন রামপুরহাটের মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement