Tarapith: পুণ্যভূমি তারাপীঠ ও কালীসাধকের জন্মভিটের স্থানমাহাত্ম্যে প্রতি দিন অগণিত পুণ্যার্থীর ভিড়
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tarapith: তন্ত্রসাধনার জায়গা তারাপীঠ, অন্যদিকে তারাপীঠ থেকে কিছু দূরে আটলা গ্রামে বামাক্ষ্যাপার জন্মস্থান সেই গ্রামের মৃত্তিকার রয়েছে মাহাত্ম্য। সেই মৃত্তিকা নিয়ে মনস্কামনা পূর্ণ হয় ভক্তদের।
সৌভিক রায়, বীরভূম: বীরভূমের রামপুরহাট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমে তারাপীঠে মা তারার মন্দিরে।যেহেতু সাধক বামাখ্যাপার জন্য খ্যাতির চূড়ায় এই তারাপীঠ, সেই কারণে দর্শনার্থীরা মা তারার মন্দিরে মায়ের দর্শনের পর পৌঁছে যান আটলা বামাখ্যাপার মন্দিরে।
তারাপীঠ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বামাখ্যাপার আদি বাড়ি। দর্শন করেন বামাখ্যাপার জন্মভিটে। সেই জন্মভিটে দর্শনের পর দর্শনার্থীরা সেখানকার মাটি নিয়ে বাড়ি ফেরেন।
advertisement
তবে কেন এই মাটি পবিত্র, কেনই বা সেই মাটি দর্শনার্থীরা নিয়ে যান এ প্রসঙ্গে বামাখ্যাপার মন্দিরের এক পুরোহিত শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় জানান ‘‘ সাধক বামাখ্যাপা বহু সাধনার পর কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে মা তারার আবির্ভাব পান। বামাখ্যাপা এত বড় মহাসাধক পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক, তাঁর জন্মভিটের মাটি নিয়ে কোনও মনস্কামনা করলে সে মনস্কামনা পূর্ণ হয়,সেই জন্য দর্শনার্থীরা এই ভিটের মাটি নিয়ে যান। এ ছাড়াও তারাপীঠ মহাশ্মশান যেখানে সাধক বামাখ্যাপা তন্ত্রসাধনা করতেন, সেই পবিত্র স্থানের মৃত্তিকা ও যজ্ঞের আহুতি নিয়ে গেলে অসাধ্য সাধন লাভ হয় বলে মনে করা হয়।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 7:54 PM IST