Birbhum: নতুন সূচী মেনে ফের সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি

Last Updated:

ফের সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দি রায়।

নতুন সূচী মেনে ফের সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি
নতুন সূচী মেনে ফের সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি
মাধব দাস, বীরভূম : গণমাধ্যমের অন্যতম মেরুদন্ড রেল (Railway) পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই বীরভূমের (Birbhum) বাসিন্দাদের একাংশের নানান অভাব অভিযোগ রয়েছে। ট্রেনের (Train) সংখ্যা কম সহ উপযুক্ত সময়ে ট্রেন না থাকার কারণে সমস্যায় পড়তে হয় এই সকল বাসিন্দাদের। এমন অবস্থায় ফের সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন বীরভূম (Birbhum) লোকসভা কেন্দ্রের সাংসদ (MP) শতাব্দী রায়।
বীরভূমের (Birbhum) সিউড়ি রেল (Railway) স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য যে সকল ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম একটি ট্রেন ছিল এই সিউড়ি হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটি আগে প্রতিদিন বৈকাল সাড়ে পাঁচটার সময় সিউড়ি রেল স্টেশন থেকে ছেড়ে সাঁইথিয়া হয়ে হাওড়ার দিকে রওনা দিত। কিন্তু সময়সূচী উপযুক্ত না হওয়ার কারণে এই ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম। সিউড়ির বাসিন্দারা এই ট্রেনের সময়সূচি পরিবর্তন করে নতুন সময়সূচী দাবিতে একাধিকবার রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের স্মারকলিপি জমা দেন। কিন্তু সময়সূচি পরিবর্তনের বদলে ২০১৯ সালের ১ মার্চ থেকে এই ট্রেনটিকে সিউড়ি রেলস্টেশন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস/সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির নাম পরিবর্তন করে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস নামে রাধিকাপুর পর্যন্ত বিস্তৃত করা হয়।
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ে জেলার বাসিন্দাদের মধ্যে। একাধিকবার এই ট্রেন যাতে বন্ধ না করা হয় তার দাবিতে আন্দোলন হয়। তবে সেই সকল আন্দোলন ও দাবি-দাওয়ার কোন সুরাহা এখনো পর্যন্ত হয়নি। তবে এবার সিউড়ি শহরের বাসিন্দাদের এই সকল দাবী দাওয়া যাতে পূরণ হয় তার জন্য সাংসদ শতাব্দী রায় খোদ রেলমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি দিলেন। সেই চিঠিতে ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস/সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করার দাবির পাশাপাশি এর সময়সূচী পরিবর্তনের দাবিও তুলেছেন তিনি। শহরের বাসিন্দাদের দাবীদাওয়া অনুযায়ী চিঠিতে নতুন সূচি হিসাবে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তা হলো সিউড়ি থেকে ছাড়ার সময় ভোর সাড়ে চারটে এবং হাওড়া থেকে ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: নতুন সূচী মেনে ফের সিউড়ি হাওড়া এক্সপ্রেস চালানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement