Snake Bite: বর্ষায় বেড়েছে সাপের উপদ্রব, সাপে কামড়ালে কী করবেন? কী করবেন না?

Last Updated:

বীরভূমে সবচেয়ে বেশি উপদ্রব গোখরো সাপের

+
জেলায়

জেলায় গোখরো সাপের সংখ্যা সব থেকে বেশী 

বীরভূম: বীভূম জুড়েই বেড়েছে সাপের উপদ্রব৷ অনেকে সাপের কামড়ের শিকারও হয়েছেন। সর্প বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে, এই জেলায় সব থেকে বেশি পাওয়া যায় গোখরো সাপ। কোনও মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য এই সাপে যথেষ্ট বিষ থাকে। দ্বিতীয় স্থানে রয়েছে কালাচ। স্থানীয়ভাবে এই সাপ ডোমনা চিতি নামেও পরিচিত।
সাপ কামড়ালে কী করবেন আর কী করবেন না?
সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে ফোন করুন যাতে সঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। রোগীকে একেবারেই ফেলে রাখা উচিৎ নয়। এতে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
আক্রান্ত ব্যক্তির বেল্ট, গয়না, ঘড়ি, আংটি প্রভৃতি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া প্রয়োজন।
advertisement
রোগীকে বাঁ-দিক ফিরিয়ে শুইয়ে রাখুন। ডান পা ভাঁজ করা থাকতে হবে, হাত থাকবে মুখের কাছে
সাপে কামড়ালে একেবারেই প্যানিক করবেন না। এতে ঈতে বিপরীত হবে। চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব। তাই চিৎকার-চেঁচামেচি বা উদ্বিগ্ন না হয়ে আগে রোগীকে হাসপাতালে নিয়ে যান
সাপটিকে কোনওভাবেই ধরা কিংবা মেরে ফেলা উচিৎ নয়।
সাপের কামড়ের জায়গাটি কাটা কিংবা মুখ দিয়ে শুষে নেওয়া উচিৎ নয়।
advertisement
সাপের কামড়ের জায়গাটি একেবারেই শক্ত করে বাঁধবেন না। ওই জায়গায় বরফ ঘষা দরকার।
রোগীর ঝাড়ফুঁক কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া একেবারেই উচিত নয়
সর্প বিশেষজ্ঞদের একাংশের দাবি, বীরভূমে সাপের সংখ্যা বাড়েনি বরং সাপেদের বাসস্থান কমে যাচ্ছে। ফলে সাপ ঢুকে আসছে লোকালয়ে। পাশাপাশি বর্ষাকালে সাপের গর্তে জল ঢুকে যায়। ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে চলে আসে। তাই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Snake Bite: বর্ষায় বেড়েছে সাপের উপদ্রব, সাপে কামড়ালে কী করবেন? কী করবেন না?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement