Birbhum News- সিউড়ি পৌরসভার এই সকল ওয়ার্ডে হবে না ভোটগ্রহণ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে বীরভূমের সিউড়ি পৌরসভার পৌর নির্বাচন
#বীরভূম : রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে বীরভূমের সিউড়ি পৌরসভার পৌর নির্বাচন। তবে ভোটগ্রহণ এবং নির্বাচনের ফলাফল বের হওয়ার আগেই শুক্রবার বিনা প্রতিদ্বন্দিতায় সিউড়ি পৌরসভা চলে এলো তৃণমূলের দখলে। এর আগে সাঁইথিয়া পৌরসভা বিনা প্রতিদ্বন্দিতায় জয় করেছিল তৃণমূল।
সাঁইথিয়া পৌরসভার ক্ষেত্রে তিনটি ওয়ার্ড ছাড়া বাকি কোনো ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিরোধী কোনো রাজনৈতিক দল। তবে সিউড়ি পৌরসভার ক্ষেত্রে অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল বিরোধীরা। সেই মোতাবেক মনে করা হচ্ছিল এই পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে নির্ধারিত দিনে হবে ভোট গ্রহণ। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের দিন আসতেই শুক্রবার সকাল থেকে লক্ষ্য করা যায় একে একে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। শুরুতেই ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ওম প্রকাশ তিওয়ারি এবং নির্দল প্রার্থী পার্থপ্রতিম ভট্টাচার্য নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
advertisement
এর পরেই একে একে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১ ওয়ার্ডের অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। ২১ ওয়ার্ডের এই সিউড়ি পৌরসভায়, অধিকাংশ ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়লাভ করায় তাদের দখলে এখন সিউড়ি পৌরসভা। যদিও শুক্রবার শেষ পর্যন্ত এখনো ২, ৩, ৪, ১১, ১২ এবং ১৯ নম্বর ওয়ার্ডের বিরোধী প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তারা যদি নিজেদের মনোনয়নপত্র ধরে রাখতে পারেন, তাহলে এই ওয়ার্ডগুলিতে ভোটগ্রহণ হবে।
advertisement
Location :
First Published :
February 11, 2022 7:24 PM IST