Shantiniketan PoushMela : শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষমেলা হবে না জানতেই আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা

Last Updated:

Birbhum Poushmela : ২০১৯ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে হয়েছিল পৌষ মেলা

+
পৌষ

পৌষ মেলা

মাধব দাস, বীরভূম : ২০১৯ সালে শেষ বার পূর্বপল্লীর মাঠে হয়েছিল পৌষ মেলা। ঠিক এর পরের বছর অর্থাৎ ২০২০ সালে বিশ্বজুড়ে হানা দেয় করোনা সংক্রমণ। সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ হয়ে যায় সেই বছরের পৌষ মেলা। ২০২১ সালে মেলার আগে সংক্রমণ কম থাকায় অনেকের মধ্যেই আশা ছিল ফের বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করবে। কিন্তু তাও হয়নি। কিন্তু এই বছরও পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করা হচ্ছে না।
শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন হবে না, এটাই মনে করা হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পুরসভাকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে। কারণ শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর পুরসভাকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, বিশ্বভারতীর মালিকানাধীন পূর্বপল্লীর মাঠ সংলগ্ন চারটি বাঁধের অবস্থা খারাপ এবং সেগুলি পরিষ্কার না হওয়ায় তারা পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন করতে অপারগ।
advertisement
আরও পড়ুন : শীতের আগেই গোবরডাঙার বাওড়ে উড়ে এসেছে পরিযায়ী পাখির দল
মেলা শুরু হতে যখন হাতে গোনা দেড় মাস সময় রয়েছে সেই সময় শান্তিনিকেতন ট্রাস্টের এই চিঠির পরিপ্রেক্ষিতে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে বোলপুরের ব্যবসায়ীদের মধ্যে। গত দু'বছর ধরে করোনাকালে তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন। সেই জায়গায় এই বছর মেলা হলে সেই ক্ষত কিছুটা হলেও মিটত বলে আশা করা হচ্ছিল। কিন্তু মেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ফলেই নতুন করে আশঙ্কা ঘিরে ধরতে শুরু করেছে তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুন :  নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর
যদিও তাদের তরফ থেকে এইভাবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে না, এমনটাই জানানো হয়েছে। তাঁদের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, মেলার দাবিতে হয় তাঁরা আগামী দিনে পথে নামবেন অথবা গত বছরের মতো বিকল্প মেলার আয়োজনও করতে পারেন। যদিও ভবিষ্যতে কী হবে তাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Shantiniketan PoushMela : শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষমেলা হবে না জানতেই আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement