Birbhum News : বারবার আবেদনেও ফল মেলেনি, রেলের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে সরব শতাব্দী

Last Updated:

Satabdi Roy : বার বার সেই আবেদন করেও সুরাহা মেলেনি এবং এই নিয়ে বৃহস্পতিবার সংসদে সরব হতে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে

+
সংসদে

সংসদে শতাব্দী রায়

মাধব দাস, বীরভূম : রেলের বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয় মানুষ বাসিন্দা থেকে শুরু করে রাজনীতিক এবং বিশিষ্টজনেরা একাধিকবার আবেদন করতে দেখা গিয়েছে। আবেদন করা হয়েছে মূলত রেলের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য। কিন্তু বার বার সেই আবেদন করেও সুরাহা মেলেনি এবং এই নিয়ে বৃহস্পতিবার সংসদে সরব হতে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে।
রেলের যে সকল সমস্যায় বীরভূম দীর্ঘদিন ধরে জর্জরিত, তার মধ্যে একটি হল হাটজান বাজার রেলওভার ব্রিজ, দ্বিতীয় হল সাঁইথিয়ার রেল ওভারব্রিজ। এ ছাড়াও কোভিডের সময় বন্ধ হয়েছিল বেশ কিছু ট্রেন। সেই সকল ট্রেন এখনও পর্যন্ত চালু হয়নি। এই সকল বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে রেলমন্ত্রীর কাছে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান সাংসদ শতাব্দী রায়। তিনি এদিন সংসদে নিজের বক্তব্য রাখার সময় বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন। বক্তব্য রাখার সময় রেলমন্ত্রীর কাছে আবেদন করেন, হাটজানবাজার রেলওভার ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তা আবার যেন চালু করা হয়। সাঁইথিয়া জংশনে থাকা রেল ওভারব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে এবং এটি খুব সংকীর্ণ হওয়ার কারণে যানজট সমস্যায় জর্জরিত হতে দেখা যাচ্ছে এলাকার বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুন :   আশৈশব অন্যের পরিবারে আশ্রিত, চায়ের দোকান চালিয়ে ভারোত্তোলক হতে চান অনাথ বাপ্পা
এই বিষয়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন জানান শতাব্দী। এছাড়াও করোনাকালে বন্ধ হয়ে গিয়েছিল সিউড়ি হাওড়া এক্সপ্রেস, বর্ধমান মালদা, হাওড়া রাজগীর সহ একাধিক ট্রেন। এই সকল ট্রেন যাতে পুনরায় চালু করা হয় তার আবেদন করেন তিনি। যে সকল ইস্যু নিয়ে সাংসদ শতাব্দী রায় সংসদে সরব সেই সকল সমস্যা জেলার মানুষদের কাছে দীর্ঘদিনের। একাধিকবার এই নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, তবে কোনও সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে জেলার বাসিন্দারা যখন আশা ছেড়ে দিয়েছেন সেই সময় সাংসদ শতাব্দী রায়ের সংসদে এমন আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও আশার আলো জোগাচ্ছে জেলার বাসিন্দাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বারবার আবেদনেও ফল মেলেনি, রেলের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে সরব শতাব্দী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement