Birbhum News : বীরভূমের 'এই' নির্দিষ্ট ব্যাঙ্কের উপর আর্থিক লেনদেনে জারি হল নিষেধাজ্ঞা
Last Updated:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ছয় মাসের জন্য।
#বীরভূম: ব্যাঙ্কের আর্থিক অবস্থা সংকটজনক হওয়ার কারণে বীরভূমের একটি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২২ জুলাই ২০২২ থেকে। ২১ জুলাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে।
বীরভূমের যে ব্যাঙ্কের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটি হল 'দি সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড'। এই ব্যাঙ্কটি অবস্থিত সিউড়ি শহরের সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশন এবং চৈতালী মোড়ের মাঝখানে লাইব্রেরির সামনে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে উল্লেখযোগ্য ভাবে বলা হয়েছে, জারি হওয়া এই নিষেধাজ্ঞা চলাকালীন এই ব্যাঙ্কের গ্রাহকরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।
advertisement
আরও পড়ুন মাঙ্কিপক্স বা করোনা নয়, শিশুদের জন্য চিন্তা বাড়াচ্ছে এনসেফালাইটিস ও টমেটো ফিভার
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ছয় মাসের জন্য। যদিও এই নিষেধাজ্ঞা জারি হওয়া মানে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে এমনটা নয় বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ঠিক কী কী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ব্যাঙ্কের উপর।
advertisement
advertisement
ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে Ref. No. CO.DOS.SED.No.S2574/12-07-005/2022-2023 অনুযায়ী জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা জারি থাকাকালীন এই সমবায় ব্যাঙ্কটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও লিখিত অনুমতি ছাড়া কোনও রকম লোন অথবা অ্যাডভান্স, কোনও নতুন ডিপোজিট ইত্যাদি কিছু করতে পারবে না।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নির্দেশিকা জারি করার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি এই ব্যাঙ্ক আর্থিকভাবে নিজেদের গুছিয়ে নিতে পারে তাহলে পুনরায় আগের মত লেনদেনের অনুমতি পাবে। যদি সেক্ষেত্রে তা না হয় তাহলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকা জারি থাকাকালীন নির্দেশিকায় পরিবর্তন আনতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই নির্দেশিকা ব্যাঙ্কে কর্তৃপক্ষকে বাইরে পোস্টারিং করে জানিয়ে দিতে হবে তাদের গ্রাহকদের।
advertisement
Madhab Das
Location :
First Published :
July 24, 2022 3:41 PM IST