Birbhum News : রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন নিয়ে কুরুচিকর ভিডিও! থানায় বিশ্বভারতীর পড়ুয়ারা

Last Updated:

গত ১ জানুয়ারি নাসিফ আক্তার নামে এক ইউটিউব ব্লগার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন নিয়ে একটি ভিডিও তৈরি করেন।

ব্লগিং ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ
ব্লগিং ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ
#বীরভূম: গত ১ জানুয়ারি নাসিফ আখতার নামে এক ইউটিউব ব্লগার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন নিয়ে একটি ভিডিও তৈরি করেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর দেখা যায় তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই কুরুচিকর মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শান্তিনিকেতনপ্রেমী, আশ্রমিক ও বিশ্বভারতীর পড়ুয়ারা বিষয়টিকে অপমানজনক মনে করছেন। এই ঘটনার পর মঙ্গলবার বিশ্বভারতীর পড়ুয়ারা প্রতিবাদে নামেন এবং শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবাদে সামিল হওয়া পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন এবং আদিবাসী সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে ওই ভিডিওতে। অবিলম্বে ওই ভিডিও ডিলিট করতে হবে এবং যতদিন না পর্যন্ত ওই ভিডিও ডিলিট করা হবে ততদিন তাঁদের এই প্রতিবাদ আন্দোলন চলবে।"অন্য এক পড়ুয়া সোমনাথ ঘোষ জানিয়েছেন, "এই ভিডিওটি ডিলিট করার পাশাপাশি ওই ব্লগারকে নতুন একটি ভিডিও তৈরি করে ক্ষমা চাইতে হবে।
advertisement
advertisement
এই ভিডিওটি যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবে ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে এবং এমন কুরুচিকর বিষয়টি অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে ফেলা হচ্ছে। তাই অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ভিডিওটির বিরুদ্ধে। "অন্যদিকে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর এই ঘটনার চরম থেকে চরমতম নিন্দা করে জানিয়েছেন, "বিকৃত মস্তিষ্ক ছাড়া এমন ধরনের ঘটনায় কেউ ঘটাতে পারেন না। যে কারণে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার হয় পাগলাগারদে জায়গা হওয়া দরকার অথবা জেলে জায়গা হওয়া দরকার।"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন নিয়ে কুরুচিকর ভিডিও! থানায় বিশ্বভারতীর পড়ুয়ারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement