বীরভূম: এবার আদালতের নির্দেশের পরেই বৈঠকে তৃণমূল। রবিবার প্রায় ৮০০ জন চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ আইনি পথে যাওয়া সংক্রান্ত বিষয়-সহ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। চাকরিহারা শিক্ষকেরাও এদিন কার্যত ভেঙে পড়েন। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক৷
২০১৬-১৭ সালে প্রায় ৪২ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল৷ তাদের মধ্যে প্রায় ৩৬ হাজার শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খোয়ান তারা।
চাকরিহারাদের এই তালিকায় বীরভূম জেলায় রয়েছে প্রায় ৮০০ জন৷ এদিন, বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের জেলার চাকরি হারাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতা প্রলয় নায়েক৷ তিনি বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে রয়েছেন। দীর্ঘক্ষণ বৈঠক হয়৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ও পর্ষদ আইনি পথে যাচ্ছে৷ যদি না যায় দলগত ভাবে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ দেখা গেল কার্যত ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকেরা৷ অনেকেই কিছু বলতে চাইলেন না। অনেকে আবার ক্ষোভ উগরে দিলেন৷
শুভদীপ পাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।