Birbhum News : গাড়িতে থাকা ঢালাইয়ের পাটা সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রাইজ' সিনেমা আশা করি অধিকাংশ মানুষই দেখে ফেলেছেন। এই সিনেমা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।

+
পুলিশি

পুলিশি অভিযান

#বীরভূম: দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রাইজ' সিনেমা আশা করি অধিকাংশ মানুষই দেখে ফেলেছেন। এই সিনেমা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই সিনেমার বিভিন্ন গান এবং স্টাইলে দীর্ঘ সময় ধরে মজে থাকতে দেখা যায় নেটিজেনদের।আবার এই সিনেমাতেই দেখানো হয়েছিল, কীভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে চন্দন কাঠ পাচার করা যায়। রুপালি পর্দার প্রেক্ষাপটে দেখানো হয়, উপরে দুধ আর নিচে কীভাবে পাচার হচ্ছে চন্দন কাঠ। আবার কখনো অ্যাম্বুলেন্সের মাধ্যমেই চন্দন কাঠ পাচার করার দৃশ্য দেখা যায়। এবার বাস্তবেও এমনই ঘটনা ঘটলো বীরভূমে। যদিও পুলিশি তৎপরতায় এই পাচার রুখে দেওয়া সম্ভব হয়।
বীরভূমের উপর দিয়ে এইভাবে ফিল্মি কায়দায় পাচার করা হচ্ছিল টন টন কয়লা। তবে এই টন টন কয়লা পাচার হওয়ার খবর পুলিশ আগেই পেয়েছিল গোপন সূত্রে। গোপন সূত্রে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল। এরপর সন্দেহ হতেই পুলিশের তরফ থেকে দুটি গাড়ির পথ আটকানো হয় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া ঘাটের কাছে।
advertisement
advertisement
দুবরাজপুর থানার পুলিশ রবিবার যে দুটি গাড়ির পথ আটকায় সেই দুটি গাড়ির একটি গাড়ি পিকআপ ভ্যান এবং অন্যটি ছিল ১১০৯। এই দুটি গাড়ির মধ্যে পিকআপ ভ্যান গাড়িটিতে নিয়ে যাওয়া হচ্ছিল ঢালাইয়ের পাটা এবং ১১০৯ গাড়িটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। পুলিশ এই দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।
advertisement
ঢালাই করার পাটা সরাতেই দেখা যায় তার নিচে রয়েছে টন টন কয়লা। একইভাবে ১১০৯ গাড়ির ত্রিপল সরানোর পরে সেখানেও দেখা যায় বেশ কয়েক টন কয়লা রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই গাড়ি দুটিকে আটক করে। যদিও পুলিশের এই তল্লাশির ফাঁকে ওই দুটি গাড়ির চালক এবং খালাসিরা ঘটনাস্থল থেকে চম্পট দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুটি গাড়ির ছোট গাড়িতে আনুমানিক পাঁচ টন এবং বড় গাড়িটিতে আনুমানিক ১০ টন কয়লা মজুত ছিল। এই দুটি গাড়িই এইভাবে কয়লা লোড করে খয়রাশোলের ভিমগড়ের দিক থেকে আসছিল। তবে কোথায় থেকে এই কয়লা আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে পুলিশ ওই দুটি গাড়িকে আটক করেছে এবং এই প্রায় ১৫ টন কয়লা বাজেয়াপ্ত করেছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : গাড়িতে থাকা ঢালাইয়ের পাটা সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement