Birbhum News: দোলে 'বহিরাগতদের' জন্য দরজা বন্ধ বিশ্বভারতীর, বিকল্প আয়োজন বোলপুরে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
এবারের বসন্ত উৎসবে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না, এমনটাই বিশ্বভারতী সূত্রে খবর। তাতে আশেপাশের এলাকার মানুষের মন কিছুটা হলেও খারাপ। আর সেই আক্ষেপ মোছাতে এগিয়ে এসেছেন স্থানীয় সংগঠকরা। বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশ্বভারতীর আদলেই বসন্ত উৎসব আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
বীরভূম: বসন্ত উৎসবের কথা উঠলেই প্রথমে নাম আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া শান্তিনিকেতনের কথা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহাসমারোহে বসন্ত উৎসব উদযাপন করে। এ আসলে কবিগুরুর ঠিক করে দিয়ে যাওয়া রীতি। সেইমত এ বছরও তারা বসন্ত উৎসবের আয়োজন করেছে। কিন্তু এবারের বসন্ত উৎসবে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না, এমনটাই বিশ্বভারতী সূত্রে খবর। তাতে আশেপাশের এলাকার মানুষের মন কিছুটা হলেও খারাপ। আর সেই আক্ষেপ মোছাতে এগিয়ে এসেছেন স্থানীয় সংগঠকরা। বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশ্বভারতীর আদলেই বসন্ত উৎসব আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
বিশ্বভারতের বসন্ত উৎসব এক আলাদা ঐতিহ্য বহন করে। দোলের দিন তাদের এই অনুষ্ঠানে যোগ দিতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ শান্তিনিকেতনে ছুটে আসেন। সেদিন রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের তালে তালে আবির খেলা হয়। রীতি মেনে এখানে কৃত্রিম রং ব্যবহার করা হয় না। আবির নিয়েই বসন্ত উৎসবে মেতে ওঠেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। এতদিন সেই অনুষ্ঠানে বোলপুরের মানুষও যোগ দিতেন। কিন্তু এবার বিশ্বভারতী বাইরের লোকজনের বসন্ত উৎসবে যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করায় বিকল্প পথে হাঁটতে বাধ্য হচ্ছে বোলপুরবাসী।
advertisement
advertisement
আর তাই বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের শ্যামবাটি, ৫ নম্বর ওয়ার্ড জামবুনি, ৯ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড, ১১ নম্বর ওয়ার্ডের ত্রিশুলাপট্টি, ১৫ নম্বর ওয়ার্ডের নতুন পুকুর ও ১৮ নম্বর ওয়ার্ডের কাছারিপট্টিতে বিশ্বভারতীর আদলে আয়োজিত হবে বসন্ত উৎসব। ওয়ার্ডগুলির স্থানীয় বাসিন্দারা এই উৎসবের আয়োজন করবেন। দোলের সকালে ‘খোল দ্বার খোল’ গান গেয়ে শোভাযাত্রা বের হবে। তারপর ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের সঙ্গে সবাই মেতে উঠবেন আবির খেলায়।
advertisement
২০২০ সালে করোনার চোখ রাঙানির জন্য বন্ধ হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। করোনার জন্য সেই প্রথমবার বন্ধ হয়েছিল বসন্ত উৎসব। তারপর থেকে এই বসন্ত উৎসব নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেখানে বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা, পড়ুয়ারা ছাড়া আর কেউ অংশ নিতে পারেন না।
সৌতিক চক্রবর্তী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 6:14 PM IST