South 24 Parganas News: মাঝরাতে হানা দিয়ে বারুইপুরের দুই কুখ্যাত দুষ্কৃতীকে ধরল পুলিশ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার রাতে চাম্পাহাটির সোলগোয়ালিয়া এলাকা থেকে জাহাঙ্গির লস্কর ও শহিদুল মণ্ডল নামে ওই দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, দুটি ন্যাপলা সহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বারুইপুরের চম্পাহাটিতে হানা দিয়ে পুলিশ অস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে চাম্পাহাটির সোলগোয়ালিয়া এলাকা থেকে জাহাঙ্গির লস্কর ও শহিদুল মণ্ডল নামে ওই দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, দুটি ন্যাপলা সহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে।
ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু দামী প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। যেগুলি ডাকাতি করে পাওয়া বলে ধারণা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নামে আগে থেকেই ডাকাতি, ছিনতাই সহ একাধিক অভিযোগ আছে। ঘুটিয়ারি শরিফের এক সোনার দোকানে ডাকাতিরও অভিযোগ ছিল। অনেকদিন ধরেই এদের খুঁজছিল পুলিশ।
advertisement
advertisement
এদের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) পার্থ ঘোষ জানান, ওই দুই কুখ্যাত দুষ্কৃতী সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার এসআই রনি সরকার তাঁর টিম নিয়ে হানা দেন। হাতেনাতে দু'জনকে গ্রেফতার করেন। পুলিশের অনুমান, এরা কোনও বড় চক্রের মিডিল ম্যানের কাজ করত। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও প্রসাধনী সামগ্রী কোথা থেকে পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 4:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাঝরাতে হানা দিয়ে বারুইপুরের দুই কুখ্যাত দুষ্কৃতীকে ধরল পুলিশ