Birbhum News: পথ দেখাল বীরভূম, একের পর এক পঞ্চায়েতে নারী শক্তির জয়
- Reported by:SUBHADIP PAL
- hyperlocal
Last Updated:
বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লকের অন্তর্গত ৫ টি গ্রাম পঞ্চায়েতেই মহিলা প্রধান করা হল৷ সম্ভবত, রাজ্যে প্রথম কোন ব্লকের প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত।
বীরভূম: বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লকের অন্তর্গত ৫ টি গ্রাম পঞ্চায়েতেই মহিলা প্রধান করা হল৷ সম্ভবত, রাজ্যে প্রথম কোনও ব্লকের প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত। মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দলের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে, জানালেন তৃণমূলের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু।
বীরভূম জেলায় ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত। তারমধ্যে মাত্র ১১ টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে৷ ১৯ টি গ্রাম পঞ্চায়েতই শাসক দল তৃণমূলের দখলে। আর বীরভূম জেলা পরিষদের ৫২ টি আসনের মধ্যে ৫১ টিতেই জয়ী তৃণমূল। জানা গিয়েছে, এই জেলার রাজনগর ব্লকের অন্তর্গত ৫ টি গ্রাম পঞ্চায়েত৷ তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে লতিকা সূত্রধর, চন্দ্রপুরে জবা কিস্কু, রাজনগরে সরস্বতী ধীবর, ভবানীপুরে জিয়ালি কিস্কু, জয়পুর-গাংমুড়ি গ্রাম পঞ্চায়েতে তাপসী মণ্ডল সাহাকে প্রধান পদে বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুন West Midnapore News: জ্বলছে কারখানা, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুনের গ্রাসে বিস্কুট কারখানা
advertisement
অর্থাৎ, সব-কটি পঞ্চায়েতেই মহিলাদেরই প্রধান পদে বসানো হয়েছে। এমনকি, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসানো হয়েছে নিবেদিতা সাহাকে৷ সম্ভবত, রাজ্যের মধ্যে একমাত্র এই ব্লকটির প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত। যা নজিরবিহীন।
তৃণমূল-কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। রাজ্যের উন্নয়ন তাঁর হাত ধরেই। তাঁই ইচ্ছানুসারে দলের জেলা কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। সেই মত সব পঞ্চায়েতেই মহিলাদের প্রধান করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতিও মহিলা৷ আমাদের এলাকার উন্নয়নে মহিলাদের ভূমিকা অনেক বেশি, সংগঠনও শক্তিশালী।”
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 5:18 PM IST