Birbhum: বীরভূম সফরে এসে নলাটেশ্বরী মায়ের শরণাপন্ন কাঞ্চন মল্লিক
Last Updated:
রাজনৈতিক ব্যক্তি হিসেবে অথবা অভিনেতা অভিনেত্রী, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা টলিপাড়ায় যারা সবচেয়ে বেশি চর্চার তাদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন মল্লিক।
বীরভূম : রাজনৈতিক ব্যক্তি হিসেবে অথবা অভিনেতা অভিনেত্রী, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা টলিপাড়ায় যারা সবচেয়ে বেশি চর্চার তাদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন মল্লিক। অভিনেতা তথা উত্তরপাড়ার এই বিধায়ককে নিয়ে আমজনতার মধ্যে কৌতূহলের শেষ নেই। এরইমধ্যে বুধবার কাঞ্চন মল্লিককে দেখা গেল নলহাটির নলাটেশ্বরী মায়ের শরণাপন্ন হতে। তবে শুধু নলহাটিতে নলাটেশ্বরী মায়ের শরণাপন্ন হয়েছেন এমনটা নয়, এর আগেও তিনি ঝটিকা সফরে বীরভূমে এসে তারাপীঠ এবং বামাক্ষ্যাপার জন্মভিটে আটলা গ্রামে যান এবং পুজো দেন বলে জানা গিয়েছে। চর্চিত এই বিধায়ক তথা অভিনেতার বীরভূমে হঠাৎ কি কারণে আগমন? শুধু কি পুজো দেওয়ার জন্য, না অন্য কিছু? এর পরিপ্রেক্ষিতে বিধায়ক তথা অভিনেতা জানান, শুটিংয়ের কাজে তিনি বীরভূমে এসেছেন। শুটিং ছাড়াও রয়েছে শো। আর এসবের মাঝেই তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে পুজো দিচ্ছেন।
অন্যদিকে নলহাটিতে নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে কি চাইলেন ,তা জানতে চাওয়া হলে তিনি জানান, 'মায়ের কাছে কিছুই চাইবো না। সুস্থ সবল পশ্চিমবঙ্গ চাইবো। উন্নতি চাইবো।' তবে এদিন তাকে নলাটেশ্বরী মন্দিরে দেখা গেলেও তিনি যে খুব ব্যস্ততার মধ্যেই রয়েছেন তা স্পষ্ট। খুব অল্প সময়ের জন্য মন্দিরে এসে পুজো দেন এবং তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যান। তাঁকে সম্প্রতি রামপুরহাট, নলহাটি ছাড়াও বোলপুরেও দেখা যায়। তার এই সফরে তিনি ছাড়াও ছিলেন তার পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
অন্যদিকে অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যুর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্ন পুরোপুরি ভাবে এড়িয়ে যান। সেক্ষেত্রে তার থেকে প্রথমে উত্তর পাওয়া যায় 'নো কমেন্ট'। তবে এর পরই তাকে বলতে শোনা যায়, 'আপনার মৃত্যু হলেও মৃত্যু, শিল্পীর মৃত্যু হলেও মৃত্যু। সবটাই দুঃখজনক।'
advertisement
Madhab Das
Location :
First Published :
May 19, 2022 11:54 AM IST