Birbhum News : উপাচার্যের বাসভবন থেকে বের হওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিশ্বভারতীতে

Last Updated:

গত ২৪ নভেম্বর থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় থাকতে হয় ছাত্র আন্দোলনের জেরে।

+
উত্তেজনা

উত্তেজনা বিশ্বভারতী ক্যাম্পাসে

#বীরভূম: গত ২৪ নভেম্বর থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় থাকতে হয় ছাত্র আন্দোলনের জেরে। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, সাম্প্রতিককালে বিশ্বভারতীতে যে সকল ঘটনা ঘটছে তার জন্য দায়ী একমাত্র উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এর পরিপ্রেক্ষিতে তারা তাঁর পদত্যাগের দাবি করেছেন। তবে দীর্ঘ ২১ দিন ধরে গৃহবন্দী থাকার পর মঙ্গলবার তার বাসভবন থেকে বের হওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার ছড়ায় বিশ্বভারতী ক্যাম্পাসে।
বিদ্যুৎ চক্রবর্তী এ দিন নিজ বাসভবন থেকে সেন্ট্রাল অফিসে আসার প্রস্তুতি নিলে শুরু হয় এই উত্তেজনা। পড়ুয়ারা তাঁকে কোনওভাবেই বার হতে দেবেন না মনস্থির করে উপাচার্যের বাসভবনের সামনে জমা হলে নিরাপত্তারক্ষীরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই বেঁধে যায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীদের সামনে রেখে নিজে পিছন থেকে নির্দেশ দেন পড়ুয়াদের ওপর আক্রমণ করার। গুন্ডাগিরির মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ মঞ্চের চেয়ার ভেঙে দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালান হয়।
advertisement
advertisement
বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলার পর শেষমেশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এসে পৌঁছান বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অন্যদিকে এই ঘটনার পর আন্দোলনরত পড়ুয়ারাও সেন্ট্রাল অফিসের সামনে ধাপে ধাপে জড়ো হতে শুরু করেন এবং তারা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
advertisement
অন্যদিকে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী ক্যাম্পাসে জড়ো হয় পুলিশ। পুলিশের তরফ থেকে যদিও ঘটনাকে বড় কিছু ঘটেনি বলেই দাবি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর মহাকুমার এসডিপিও নিখিল আগারওয়াল জানিয়েছেন, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কারো বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়ে থাকে তাহলে লিখিতভাবে পুলিশকে অভিযোগ জানানো যেতে পারে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : উপাচার্যের বাসভবন থেকে বের হওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিশ্বভারতীতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement