Madan Mitra: '৪ দিন চালের গুদামে কাটিয়েছি', অভিনেতা মদন মিত্রের নয়া অভিজ্ঞতা চমকে দেবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Madan Mitra: রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন মদন মিত্র? রবিবার তারাপীঠে পুজো দিতে এসে তাঁর অবসর প্রসঙ্গে মন্তব্য সেই চর্চায় শুরু হয়েছে। যদিও পুরো বিষয়টি দলের সিদ্ধান্তের উপর ছেড়েছেন।
বীরভূম: রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন মদন মিত্র? রবিবার তারাপীঠে পুজো দিতে এসে তাঁর অবসর প্রসঙ্গে মন্তব্য সেই চর্চায় শুরু হয়েছে। যদিও পুরো বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর ছেড়েছেন।
রবিবার তার নতুন সিনেমা ‘ও লাভলি’-র জন্য তারাপীঠে পুজো দিতে আসেন। তারা মায়ের নৈশভোগ তিনি বহন করে নিয়ে যান। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘ও লাভলি’ ছবিতে মদন মিত্র নিজে অভিনয় করছেন। কিন্তু মদন মিত্র তারাপীঠে উপস্থিত থাকবে অথচ রাজনীতি থাকবে না তা হয় না। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে দলকে বেচে দেওয়ার অভিযোগ তোলেন।
advertisement
advertisement
আইএনডিআইএ-র সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও উপায় নেই। সে কথা সর্বভারতীয় রাজনীতিবিদরা বুঝতে পেরেছে বলে মদন মিত্রের দাবি। তার অনুমানে আগামী লোকসভায় ৬-৭টা আসন পাবে কিনা সন্দেহ। তবে এ দিনও তিনি তাঁর অবসরের বিষয়ে বলেন। মহেন্দ্র সিং ধোনি, তেন্ডুলকর যেমন অবসর নেয় তেমন তাঁরও মনে হয়েছে। কিন্তু দল যা নির্দেশ দেবে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন।
advertisement
আরও পড়ুনঃ একদিনে হাজার কাপ বিক্রি, ‘এই’ দোকানে চায়ের মধ্যে আছেটা কী! ভিড়ে দমবন্ধ হওয়ার জোগাড়
তবে সিনেমার জন্য এসে বীরভূমে চারদিন চালের গুদামে থেকে কি করে কাটিয়েছেন তার অভিজ্ঞতার কথা বলেন। তবে ‘ও লাভলি’-তে কোনও রাজনৈতিক চরিত্র নেই বলে মদন মিত্র জানিয়ে দেন।
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 4:57 PM IST