Birbhum News: আইনজীবীদের কর্মবিরতি! সিউড়ি আদালতে এসে সমস্যায় সাধারণ মানুষ

Last Updated:

মর্নিং কোর্টের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বীরভূমের সিউড়ি আদালতে আইনজীবীদের কর্মবিরতি

+
ফাঁকা

ফাঁকা আদালত চত্ত্বর

#বীরভূম: মর্নিং কোর্টের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বীরভূমের সিউড়ি আদালতে আইনজীবীদের কর্মবিরতি। আইনজীবীদের এই কর্মবিরতিতে সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ। বিশেষ করে বিভিন্ন কাজে যারা আদালতে আসেন, তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷
আদালতে প্রয়োজনীয় কাজ করতে এসে, আইনজীবী না পেয়ে ঘুরে যাচ্ছেন অনেকে৷ সিউড়ি আদালতে আইনজীবীদের এই সম্পূর্ণ কর্মবিরতি শনিবার শেষ হলেও, আগামীকাল রবিবার, সুতরাং ওই দিনও আদালতে কোনও কাজ হবে না। আবার নিজেদের দাবি দাওয়া না মিটলে, সোমবার থেকে শুরু হবে আইনজীবীদের নতুন করে আন্দোলন। যদিও এই আন্দোলনে আইনজীবীরা প্রয়োজনমতো নিজেদের কাজ করবেন। সুতরাং, সমস্যা থাকছেই।
advertisement
মর্নিং কোর্ট চেয়েও না পাওয়ায় আইনজীবীরা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন মে মাসের ৪ তারিখ থেকে। তাদের দাবি, যদি মহামান্য বিচারক মর্নিং কোর্টে রাজি না হন, তাহলে এই আন্দোলন চলবে। সেক্ষেত্রে আগামী দিনে কোর্টের কাজে আসা সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন৷
advertisement
আইনজীবীদের কর্মবিরতির কথা না জেনে সাঁইথিয়ার লাউতোর এলাকা থেকে এক মহিলা নিজের আধার কার্ড সংশোধন সংক্রান্ত একটি কাজের জন্য সিউড়ি আদালতে আসেন। তার নথি সংক্রান্ত সমস্যা থাকায় তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। কিন্তু আইনজীবী না পাওয়ার কারণে মেটেনি তার সমস্যা। টুনি কোনায়-এর মতো  আরও অনেককেই ফিরে যেতে হয় বলে অভিযোগ৷
advertisement
সাধারণ খেটে খাওয়া এই টুনি কোনায় জানিয়েছেন, "কাজের জন্য ফের আসতে হবে। আমাদের সামান্য আয়। বারবার আসা যাওয়ার ক্ষেত্রে বাস ভাড়া বা টোটো ভাড়া কোথায় পাবো?"
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: আইনজীবীদের কর্মবিরতি! সিউড়ি আদালতে এসে সমস্যায় সাধারণ মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement