লালন শেখের মৃত্যু ঘিরে উত্তপ্ত রামপুরহাট, সিবিআই ক্যাম্পে কার্যত 'বন্দি' আধিকারিকেরা

Last Updated:

গতকালই তদন্তের খাতিরে বগটুই গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল লালন শেখকে। আজ লালন-সহ আরও একজনকে আদালতে তোলার কথা ছিল। তার আগে, গতকাল বিকেলেই সিবিআই ক্যাম্পে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ। সিবিআইয়ের দাবি আত্মঘাতী হয়েছেন লালন শেখ।

#বীরভূম: সিবিআইয়ের অস্থায়ী বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে উত্তপ্ত গোটা রামপুরহাট। সিবিআইয়ের ক্যাম্পে থাকাকালীন কীভাবে মৃত্যু হল লালন শেখের? সেই প্রশ্ন তুলে এদিন সিবিআইয়ের ক্যাম্প অফিস কার্যত ঘেরাও করে ফেলেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কার্যত ক্যাম্পবন্দি হয়ে পড়েন সিবিআইয়েরব আধিকারিকেরা।
গতকালই তদন্তের খাতিরে বগটুই গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল লালন শেখকে। আজ লালন-সহ আরও একজনকে আদালতে তোলার কথা ছিল। তার আগে, গতকাল বিকেলেই সিবিআই ক্যাম্পে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ। সিবিআইয়ের দাবি আত্মঘাতী হয়েছেন লালন শেখ। তবে লালনের পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। সিবিআয়ের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছেন তাঁরা।
advertisement
advertisement
মঙ্হগলবার সকাল সাড়ে ১০টা থেকেই রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের সামনে জড়ো হতে শুরু করেন লালন ঘনিষ্ঠ সহ গ্রামের অন্য বাসিন্দারা। এর মাঝে বেলা ১২টা নাগাদ বগটুই কাণ্ডের অপর এক অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই শুরু হয় গন্ডগোল। এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সিবিআই আধিকারিকেরা গাড়ি নিয়ে ক্যাম্প থেকে বেরনোর চেষ্টা করতেই গার্ডরেল উপড়ে গেট টপকে ক্যাম্প অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করেন ক্যাম্পের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা। রাজ্য পুলিশের প্রহরা তো ছিল, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে ময়দানে নামে সিআরপিএফ। এমনকি, রামপুরহাটের SDPO নিজে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।
advertisement
বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে ক্য়াম্পের ভিতরেই আটকে পড়েন সিবিআইয়ের ডিআইজি, এবং বগটুই কাণ্ডের তদন্তকারী অফিসারেরা। পরিস্থিতি সামলাতে ক্যাম্প অফিসের গেট বন্ধ করে দেন সিআরপিএফ জওয়ানেরা। গোটা বিষযটিই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
advertisement
এ বছরের ২১ মার্চ বগটুই হত্য়াকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্য়তম মূল অভিযুক্ত ছিলেন ভাদু শেখ ঘনিষ্ঠ লালন। বগটুই কাণ্ডের পর থেকেই ফেরার ছিল লালন। গত ৩ ডিসেন্বর লালনকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
লালন শেখের মৃত্যু ঘিরে উত্তপ্ত রামপুরহাট, সিবিআই ক্যাম্পে কার্যত 'বন্দি' আধিকারিকেরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement