Birbhum: স্পঞ্জ আয়রন কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

Last Updated:

দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে বীরভূমের একমাত্র স্পঞ্জ আয়রন কারখানা মিকি মেটাল লিমিটেড। এই কারখানাটি অবস্থিত সিউড়ী এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নং জাতীয় সড়কের পাশে।

+
title=

বীরভূম : দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে বীরভূমের একমাত্র স্পঞ্জ আয়রন কারখানা মিকি মেটাল লিমিটেড। এই কারখানাটি অবস্থিত সিউড়ী এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নং জাতীয় সড়কের পাশে। দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে এই কারখানা বন্ধ থাকার কারণে অসহায় অবস্থায় দিন কাটছে কারখানার ৩০০ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বীরভূম জেলা শাসক দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ দেখান এবং অবিলম্বে কারখানা খোলার জন্য হস্তক্ষেপের দাবিতে জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেন তারা। এদিন বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এই কারখানার তিনটি শ্রমিক সংগঠন যৌথভাবে অংশগ্রহণ করে। তাদের দাবি একটাই, প্রশাসন যেন এই কারখানা পুনরায় খোলার বিষয়ে হস্তক্ষেপ করেএবং এত সংখ্যক শ্রমিকদের পেটের ভাতের যোগান ফেরানোর ব্যবস্থা গ্রহণ করে। মিকি মেটাল লিমিটেড কয়েক দশক ধরে এখানে তাদের কারখানা চালাচ্ছে।
তবে গত কয়েক বছর ধরে উৎপাদনের ক্ষেত্রে লোকসানের দাবি তুলে দফায় দফায় কারখানা বন্ধ করে দেয়। পরবর্তীতে মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে আলোচনার পর একাধিকবার এই কারখানা পুনরায় খুললেও, ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হওয়ার পর তা আর একবারও খোলেনি। এই বিষয়ে এই কারখানার মালিক নিখিল আগারওয়াল বারংবার দাবি করে আসছেন, দীর্ঘদিন ধরে লোকসানে চলছে কারখানা। যে কারণে এই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে মালিকপক্ষের এই দাবি শ্রমিকরা মেনে নিতে চান না। তাদের অভিযোগ, মালিকপক্ষ শ্রমিক অথবা শ্রমিকদের সংগঠনের সঙ্গে কোনো রকম আলোচনা না করে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয়।
advertisement
আরও পড়ুনঃ Birbhum: বেহাল অবস্থায় লাভপুরের বিপ্রতিকুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
এরপর আর কোনরকম বেতনের ব্যবস্থা করা অথবা পুনরায় কারখানা খোলার জন্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি৷এমনকি এই নিয়ে আসানসোলের লেবার কমিশন অফিসে তিনবার মিটিং হয়েছে৷সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কারখানা খোলার বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে। কিন্তু এরপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বলা হয়েছে আর কারখানা চালাতে পারবেন না তারা।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: স্পঞ্জ আয়রন কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement