Kaushiki Amavasya Temple: নিরিবিলিতে উপাসনার সুযোগ, কৌশিকী অমাবস্যায় পুজো দিন বীরভূমের নলহাটিতে এই সতীপীঠ মন্দিরে

Last Updated:

Kaushiki Amavasya Temple: কৌশিকী আমাবস্যায় মনের ইচ্ছে পূরণ করতে বীরভূমের এই মন্দিরের ছুটে যান বহু পর্যটক, আপনিও বা কেন মিস করবেন! জেনে নিন বিস্তারিত

+
নলহাটেশ্বরী

নলহাটেশ্বরী মন্দির

সৌভিক রায়, বীরভূম : ভক্তদের কাছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেকটাই। ভক্তদের বিশ্বাস এই আমাবস্যা তিথিতে মন ভরে ভক্তি সহকারে কোনও কালী মন্দিরে পুজো পুজো দিলে অসাধ্যসাধন হয়। বহুদিনের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস ভক্তদের। আর সেই কারণেই প্রত্যেক ভক্ত ছুটে যান বিভিন্ন কালীমন্দির থেকে শুরু করে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাবস্যা তিথিতে তারাপীঠে মা তারার মন্দিরে প্রত্যেক বছর কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। পর্যটকদের সামাল দিতে প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
এই বছরও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। তবে আপনি কী জানেন এই তারাপীঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গেলেই পৌঁছে যাবেন এমন এক কালীক্ষেত্রে যেখানে গিয়ে আপনি মন ভরে এবং নিরিবিলি পরিবেশে পুজো অর্চনা করতে পারবেন।
advertisement
আপনি যদি ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যায় বীরভূমের তারাপীঠ আসেন তাহলে তারাপীঠ মা তারা মন্দিরে পুজো দেওয়ার পর অবশ্যই আপনি যেতে পারেন তারাপীঠ থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত নলহাটির নলাটেশ্বরী (প্রকৃত নাম ললাটেশ্বরী) সতীপীঠ মন্দির। বীরভূমের মধ্যে অবস্থিত পাঁচটি সতীপীঠ মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দির। পর্যটকেরা কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ এসে পুজো দিয়েই নিজের বাড়ি ফিরে যান, তবে আপনি এই মন্দিরে এসেও নিজের মনের মতো করে পুজো দিতে পারবেন। সকাল থেকে রাত্রি ন’টা পর্যন্ত মায়ের বিশেষ পুজো হয়ে থাকে এই মন্দিরে।
advertisement
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! মা কালীর চরণে এই ৩ জিনিস নিবেদনেই পুণ্যলাভ! কুনজর কেটে হবে অর্থবৃষ্টি!
আপনি চাইলে কৌশিকী আমাবস্যা তিথিতে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সেখানেই দুপুরে মায়ের অন্নভোগ গ্রহণ করে নিতে পারেন। এছাড়া মন্দিরের পাশে থাকার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আপনি এই মন্দিরেই একসঙ্গে দর্শন করতে পারবেন ৫১ টি সতীপিঠের প্রতিটি চিত্র। তাহলে এই অমাবস্যায় ঘুরে আসুন এই জাগ্রত মন্দির থেকে।
বাংলা খবর/ খবর/বীরভূম/
Kaushiki Amavasya Temple: নিরিবিলিতে উপাসনার সুযোগ, কৌশিকী অমাবস্যায় পুজো দিন বীরভূমের নলহাটিতে এই সতীপীঠ মন্দিরে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement