Birbhum News: অসুস্থ হলেই ১৫টি গ্রামের মানুষকে ছুটতে হত সিউড়ি, এবার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র
- Published by:Teesta Barman
- hyperlocal
Last Updated:
Birbhum News: ইন্দ্রগাছা গ্রাম-সহ প্রায় ১৫টা গ্রামের মানুষদের ছোটখাটো প্রয়োজনে অবিনাশপুর, পুরন্দপুর বা সিউড়ি ছুটতে হয়। বর্ষাকালে বা রাতে অসুবিধাটা আরও তীব্র হয়।
সাঁইথিয়া: এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের সাঁইথিয়া বিধানসভার ইন্দ্রগাছা গ্রামে একটি সু-স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হোক। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে সাঁইথিয়া বিধানসভার ইন্দ্রগাছা গ্রাম-সহ বিভিন্ন এলাকার মানুষদের। ইতিমধ্যে বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে এই প্রকল্পের শিলান্যাস করেছেন।
ইন্দ্রগাছা গ্রাম-সহ প্রায় ১৫টা গ্রামের মানুষদের ছোটখাটো প্রয়োজনে অবিনাশপুর, পুরন্দপুর বা সিউড়ি ছুটতে হয়। বর্ষাকালে বা রাতে অসুবিধাটা আরও তীব্র হয়। তাই দীর্ঘদিন ধরেই ওই এলাকার মানুষদের সু-স্বাস্থ্য কেন্দ্রের অত্যন্ত প্রয়োজন ছিল। এই প্রকল্পের শিলান্যাস হতেই খুশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। সরকারি জায়গায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ওই এলাকার স্থানীয় বাসিন্দা বিরবল মাল, পারু মাল জানান, “আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রের খুব দরকার ছিল। আমাদের এই দাবি মেনে নেওয়ায় খুব ভাল লাগছে। তাড়াতাড়ি পরিকাঠামোর কাজ শেষ করে চিকিৎসা পরিষেবা শুরু হোক, এটাই চাই।”
advertisement
বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি জানান, “মানুষদের সুবিধার কথা ভেবে এই স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সাধারণ মানুষদের অনেকটাই সুবিধা হবে।”
Soutik Chakraborty
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 10:05 PM IST