Birbhum News: এবার গ্রুপ ডি পদে চাকরি পেল আরও ২৫ জন, হাতে তুলে দেওয়া হল সরকারি নিয়োগপত্র
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Birbhum News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শেষ হতেই সেই সমস্ত ইচ্ছুক জমিদাতাদের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। 25 candidates of deucha pachami coal mine gets appoinment letter in group d job
বীরভূম: ডেউচা পাঁচামী প্রস্তাবিত কয়লাখনির শুধু পুলিশে চাকরি নয়। ইচ্ছুক জমিদাতাদের সরকারি গ্রুপ ডি পদে নিয়োগ করা হোক। দিন কয়েক আগেই সেই নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন এলাকার ইচ্ছুক জমিদাতাদের একাংশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শেষ হতেই সেই সমস্ত ইচ্ছুক জমিদাতাদের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। শনিবার জেলা প্রশাসন ভবনে ওই অনুষ্ঠান হয়৷ যেখানে ২৫ জনের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়৷ এই নিয়ে জেলা শাসক বিধান রায় বলেন, ‘মানবিক প্যাকেজের ঘোষণা মতো যাঁরা জমিদাতাদের মনোনিত প্রার্থীরা চাকরি পাচ্ছেন। সেই মত এদিনও ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।’
advertisement
advertisement
আরও পড়ুন-অবশেষে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় মোকা, কী পরিস্থিতি বকখালির? কী পরিস্থিতি সাধারণ মানুষের?
প্রসঙ্গত, ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লাখনির জন্য মানবিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। সেই প্যাকেজ অনুসারে যাঁরা জমিদাতা তাঁদের মনোনীত প্রার্থী সরকারি চাকরি পাবেন। সেই মত ইতিমধ্যে ৬০০ জন জমিদাতার মনোনীত প্রার্থী জুনিরায় কনস্টেবল পদে এবং ৩০০ জন গ্রুপ ডি পদে নিয়োগ হয়ে রীতিমতো চাকরি করছেন। এবার আরও ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 3:41 PM IST








