Birbhum news: হাত পা অকেজো, স্কুলে যেতেন বাবার কোলে করে! মাধ্যমিকের ফল বের হতেই বিরাট চমক

Last Updated:

জন্ম থেকেই নার্ভের অসুখের কারণে তার দুটি হাত ও পা অকেজো। বাবা সুভাষ শর্মা পেশায় কাঠ মিস্ত্রি আর সেই কাজের ফাঁকেই ছেলেকে কোলে করে দিয়ে যান স্কুলে।

+
শারীরিক

শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিকে সাফল্য মহাদেব শর্মার

বীরভূম: শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিকে সাফল্য। যদুরায় মেমোরিয়াল হাইস্কুলের পড়ুয়া মহাদেব শর্মার ফল দেখে খুশি সকলেই। জন্ম থেকেই নার্ভের অসুখের কারণে তার দুটি হাত ও পা অকেজো। বাবা সুভাষ শর্মা পেশায় কাঠ মিস্ত্রি আর সেই কাজের ফাঁকেই ছেলেকে কোলে করে দিয়ে যান স্কুলে। সেই ছাত্রেরই মাধ্যমিকের ফল অভাবনীয়। স্বাভাবিকভাবেই তার এই কৃতিত্বে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বন্ধু, অভিভাবকরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, মহাদেব এবছর মাধ্যমিকে  প্রায় ৬৪ শতাংশ পেয়েছে। মহাদেবের ইচ্ছা ভবিষ্যতে ব্যাঙ্কে চাকরি করার ।
বাবাও চান ছেলে একটি সরকারি চাকরি পাক। নিজের আয় খুব সীমিত  হওয়ায় তাঁকে বারংবার বেগ পেতে হয়েছে৷  তাই তিনি আবেদন করেছেন ছেলের পড়াশুনোর খরচ চালানোর জন্য যদি সরকারি কোনও সাহায্য পাওয়া যায়।
খুশি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা, অন্য শিক্ষক শিক্ষিকারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “মহাদেব আমাদের স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়ে আসছে৷  বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও নিজের চেষ্টায় যে ভাল নম্বর পেয়েছে তাতে আমরা  খুশি। আগামিদিনে আমাদের সামর্থ্যমত সহযোগিতা  করব।
advertisement
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: হাত পা অকেজো, স্কুলে যেতেন বাবার কোলে করে! মাধ্যমিকের ফল বের হতেই বিরাট চমক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement