Birbhum News : সিউড়ি পৌরসভার কাউন্সিলরের বাড়িতে হামলা! কারণ ঘিরে ধোঁয়াশা

Last Updated:

সিউড়ি পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে

#বীরভূম: সিউড়ি পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত্রি ১১টা১৫ নাগাদ এই ঘটনাটি ঘটেছে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার মালের বাড়িতে।
তিনি সিউড়ি পৌরসভার অন্তর্গত কেন্দুয়া মাল পাড়ার বাসিন্দা। তিনি এবার প্রথম কাউন্সিলর হিসেব নির্বাচিত হয়েছেন এবং এই এলাকাটিও সিউড়ি পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রশ্ন উঠছে ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এমন হামলার পিছনে কী কারণ থাকতে পারে?
advertisement
advertisement
এই বিষয়ে সুকুমার মাল যা অনুমান করছেন তা হল, সিউড়ি পৌরসভার অন্তর্গত DSA গ্রাউন্ডে পৌরসভার কয়েকজন কাউন্সিলর পরিকল্পনা করেছিলেন বাজার তৈরি করার। সুকুমার মাল সহ ১৪ জন তৃণমূল কাউন্সিলর তার বিরোধিতা করেন। সেই বিরোধিতা করার পর স্বাক্ষর করে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন। পরে সেই গ্রাউন্ড বীরভূম জেলা শাসক বিধান রায় এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে তার বাড়িতে গালিগালাজ এবং হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
advertisement
সুকুমার মাল অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে চারজন যুবক এসে তার বাড়িতে হামলা চালায় এবং গালিগালাজ করে। সেই সময় তাকে হুমকিও দেওয়া হয় 'আজ না হয় পরে একদিন দেখে নেব'। ঘটনার পর স্বাভাবিকভাবেই কাউন্সিলার সুকুমার মাল আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি তিনি সিউড়ি থানার পুলিশকে খবর দেন এবং একটি অভিযোগ দায়ের করেন। সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ডিএসএ গ্রাউন্ডে বাজার তৈরি করা নিয়ে সিউড়ি পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষ এই মার্কেট তৈরি করার পরিকল্পনাকে বেআইনি বলে মনে করছেন এবং অন্যপক্ষ নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে দাবি করছেন। যদিও এই মাঠ হেতমপুরের রাজ পরিবারের তরফ থেকে দেওয়া হয়েছিল খেলাধুলার জন্য।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : সিউড়ি পৌরসভার কাউন্সিলরের বাড়িতে হামলা! কারণ ঘিরে ধোঁয়াশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement