Birbhum News: নতুন ১৩টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, দেখে নিন তালিকা...
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি বীরভূমের ১৫টি দুর্গা পূজোর উদ্বোধন হয়েছিল। আর মঙ্গলবার নতুন করে ১৩টি দুর্গাপুজোর উদ্বোধন হল।
#বীরভূম : মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি বীরভূমের ১৫টি দুর্গা পূজোর উদ্বোধন হয়েছিল। আর মঙ্গলবার নতুন করে ১৩টি দুর্গাপুজোর উদ্বোধন হল। এই পুজোগুলিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন। ভার্চুয়ালি পুজোর এই উদ্বোধনে সিউড়ির বড় বাগান প্রান্তিক সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে কলেজ পাড়ার রেনবো স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মঙ্গলবার নতুন করে বীরভূমে যে ১৩টি দুর্গাপুজোর উদ্বোধন হল সেই ১৩টি দুর্গা পুজো হল সিউড়ির বড় বাগানের প্রান্তিক সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং কলেজ পাড়ার রেনবো স্পোর্টিং ক্লাবের কলেজ পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। ইলামবাজারের খয়েরবুনি সার্বজনীন দূর্গা পূজা কমিটি, কীর্ণাহারের কীর্ণাহার মারশুমি ক্লাব সার্বজনীন দুর্গাপূজা, বোলপুরের মকরমপুর এর মকরমপুর বন্ধু মহল ক্লাবের দুর্গা পুজো, মল্লারপুরের ফতেপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ময়ূরেশ্বরের হটিনগর মোড় সার্বজনীন দূর্গা পূজা, মহম্মদ বাজারের কাইজুলির ফ্রেন্ডস ক্লাব দুর্গাপূজা, মুরারইয়ের বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, নলহাটির অমরাবতী সংঘের সার্বজনীন দুর্গাপুজো, শান্তিনিকেতনের সোনাঝুরির হিরালিণী দুর্গোৎসব, দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাবের দুর্গাপুজো এবং লাভপুরের বান্ধব সমিতি ক্লাবের দুর্গা পুজো।
advertisement
আরও পড়ুনঃ সব মহলের স্বস্তি! সিউড়ি ডিপো থেকে চলাচল শুরু করল বাস
এদিন এই সকল দুর্গাপূজাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে পুজো উদ্যোক্তারা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন 'আজ থেকেই তাদের পুজো শুরু হয়ে গেল।'
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
September 28, 2022 4:44 PM IST