Birbhum News: মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন তাঁর স্বপ্নের তারা বিতানের, থাকছে ২১ টি কটেজ

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তারা বিতানের উদ্বোধন আসন্ন। রামপুরহাটের এই সরকারি কটেজের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

+
title=

বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম তারা বিতান। বোলপুরের রাঙা বিতানের আদলে তৈরি করা হয়েছে রামপুরহাটের তারা বিতান। আর এই তারা বিতানের উদ্বোধন হতে চলেছে খোদ মুখ্যমন্ত্রীর হাত দিয়েই। এই মুহূর্তে তারা বিতানকে সাজিয়ে তোলার জন্য শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর শুরু হচ্ছে। রাতে এই জেলাতেই থাকবেন। মঙ্গলবারে এখান থেকে যাবেন মালদহ। সেখান থেকে ফের বীরভূমে আসবেন মুখ্যমন্ত্রী। বুধবার বোলপুরের ডাক বাংলো মাঠে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সূত্র মারফত খবর, বোলপুরের ওই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তারা বিতানের উদ্বোধন করবেন।
advertisement
advertisement
২০১৯ সালের মুখ্যমন্ত্রী যখন বীরভূম সফরে এসেছিলেন, সেই সময় তিনি তৎকালীন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে রাঙা বিতানের আদলে তারা বিতান তৈরি করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরই কাজ শুরু হয়ে যায়। সরকারি নিয়ম মেনে টেন্ডারদের ডেকে তৈরি হয়েছে তারা বিতান। তবে মাঝে করোনার জন্য কাজের গতি কিছুটা হলেও ব্যাহত হয়।
advertisement
রামপুরহাট ইরিগেশন অফিস ক্যাম্পাসের ভিতর ৪ কোটি ৯০ লক্ষ ৮৪৮৬ টাকা ব্যয়ে তারা বিতান তৈরি করা হয়েছে। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। এখানে মোট ২১টি কটেজ আছে, যেগুলির মধ্যে একটি কটেজ ভিআইপি-দের জন্য সংরক্ষিত। এছাড়াও তারা বিতানে রেস্টুরেন্ট, খেলার মাঠ, হাঁটার জন্য রাস্তা। মূলত তারাপীঠ, নলহাটেশ্বরী, ভদ্রপুর, গুহ্য কালী, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরকে কেন্দ্র করে এই তারা বিতান গড়ে উঠেছে। এরফলে বীরভূমের পর্যটন কেন্দ্রগুলিতে আরও বেশি ভিড় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন তাঁর স্বপ্নের তারা বিতানের, থাকছে ২১ টি কটেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement