advertisement

Birbhum Blood Donation Camp : টানা ৯ দিন রক্তদান শিবির, কারণ জেনে কুর্নিশ সকলের

Last Updated:

Birbhum Blood Donation Camp -রক্তদান শিবির শুরু হয়েছে গত ২৩ অক্টোবর এবং তা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

+
রক্তদান

রক্তদান শিবির

মাধব দাস, বীরভূম : উৎসবের মরশুমে আমজনতার মতোই ব্যস্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই পরিস্থিতিতে জেলা জুড়ে রক্ত সংকট দেখা দিচ্ছে। জেলা জুড়ে এই রক্ত সংকট মেটাতে এবার অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল নানুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। তাদের তরফ থেকে টানা নয় দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দীর্ঘ নয় দিনের এমন রক্তদান শিবির এর আগে জেলায় কোথাও দেখা যায়নি।
টানা নয় দিনের জন্য এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নানুরের পাপুরি গ্রামে। পাপুরির হাই মাদ্রাসা স্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে প্রতিদিন রক্তদাতাদের রক্ত সংগ্রহ করে ভ্রাম্যমাণ বাতানুকূল একটি বাস সেই রক্ত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছে। উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এলাকার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার যুবক-যুবতীরাও এই রক্তদান শিবিরে রক্ত দান করে যাচ্ছেন।
advertisement
advertisement
এমনকি ভ্রাতৃদ্বিতীয়ার দিনেও এখানে যেমন গণ ভাইফোঁটার আয়োজন করা হয় এবং সেই গণভাইফোঁটার আয়োজন শেষে বহু যুবক-যুবতীদের এই রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা যায়। তাদের এই প্রচেষ্টায় বিভিন্ন হাসপাতালে যে রক্ত সংকট দেখা দিয়েছে তা দূর হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : জলকাদা পেরিয়েই যাতায়াত স্কুলছাত্রীদের, বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা
কারণ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কাজল শেখ জানিয়েছেন, " হাসপাতালগুলিতে যত ইউনিট রক্তের প্রয়োজন তত পরিমাণ ইউনিট সংগ্রহ করে যথাসাধ্য ভাবে রক্তের সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে। এই রক্তদান শিবিরের আয়োজনের ক্ষেত্রে স্থানীয় যুবক-যুবতীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।" এই রক্তদান শিবির শুরু হয়েছে গত ২৩ অক্টোবর এবং তা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum Blood Donation Camp : টানা ৯ দিন রক্তদান শিবির, কারণ জেনে কুর্নিশ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement