Cottage Industry: নিপুণ হাতে একের পর এক ধান আটকে দেবী কালীর অলঙ্কার তৈরি করছেন এই গ্রামের মহিলারা

Last Updated:

Cottage Industry: উদয়পুর গ্রাম লাগোয়া বলরামপুর গ্রামের মহিলাদের বর্তমানে মূল উপার্জনের পথ এই শিল্প

+
মা

মা তারা 

সৌভিক রায়, বীরভূম: একটা সময় তারাপীঠ লাগোয়া, উদয়পুর গ্রামে গেলেই তাঁত বোনার সেই মাকুর ঘটাঘট শব্দ শোনা যেত। একটা সময় গ্রামের অধিকাংশ মানুষ এই তাঁত বুনে তাদের নিজেদের জীবিকা অর্জন করতেন। তবে আপনি জানেন কী এখন বর্তমানে সেইসব অতীত। এখন এই গ্রামের অধিকাংশ মানুষ তৈরি করছেন মা তারার প্রতিকৃতি। আঠার ওপর একটা একটা করে ধান আটকে তৈরি হচ্ছে দেবীর অলংকার। সেই সমস্ত অলংকার সুসজ্জিত ভাবে ঘিরে দেওয়া হচ্ছে কাচের ফ্রেমে। তারপরে শেষ হয়ে সেই দেবীর প্রতিকৃতি চলে যাচ্ছে তারাপীঠের পাশাপাশি দক্ষিণেশ্বর, কালীঘাট,বিহার, থেকে শুরু করে নেপাল পর্যন্ত।
তারাপীঠ বেড়াতে এসে পর্যটকেরা দেবীর প্রতিকৃতি কিনে বাড়ি ফেরেন। তবে অনেকে হয়তো জানেন না এই প্রতিকৃতি কোথায় তৈরি হয়। উদয়পুর গ্রামের ব্যবসায়ীরা লাগোয়া বলরামপুর গ্রামের মহিলাদের দিয়ে আসছেন ধান, আঠা এবং মোটা কাগজ। মহিলারা শুদ্ধ কাপড় পরে একের পর এক ধান বসিয়ে তৈরি করছেন বিভিন্ন অলংকার।। ইতিমধ্যেই বলরামপুর গ্রামে কুটির শিল্প পরিণত হয়েছে এই শিল্প। এই অলংকার পরে সংগ্রহ করে নিয়ে আসছেন ব্যবসায়ীরা।
advertisement
সেই অলংকার এবং তার সঙ্গে জরিপুঁতি দিয়ে মা তারাকে দেওয়া হচ্ছে অপরূপ রূপ। গ্রামের মহিলাদের বক্তব্য, মা তারার কৃপাতেই তাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। তারাপীঠের অদূরেই উদয়পুরে দেবী কালীর মন্দির। যে মন্দির এবং মূর্তিকে ঘিরে জড়িয়ে আছে বামাখ্যাপা এবং বশিষ্ঠ মুনির নাম।
advertisement
আরও পড়ুন : মাত্র ২ টাকায় গরমাগরম কচুরি-শিঙাড়া! ৪৫ বছর ধরে নামমাত্র দামে বর্ষার সন্ধ্যাকে মুচমুচে করে চলেছেন এই দম্পতি
তারাপীঠে যেমন তারা মায়ের পুজো হয় ঠিক তেমনি উদয়পুরে পুজো হয় কালী মায়ের। উদয়পুরের কালী মায়ের নামও ছড়িয়ে পড়েছে উদয় কালী হিসাবে। বর্তমানে দেবী তারার নানা সাজের প্রতিকৃতি তৈরি করে উদয়পুর এখন সকলের কাছে এক পরিচিত জায়গা হয়ে গিয়েছে।
বাংলা খবর/ খবর/বীরভূম/
Cottage Industry: নিপুণ হাতে একের পর এক ধান আটকে দেবী কালীর অলঙ্কার তৈরি করছেন এই গ্রামের মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement