Birbhum Panipuri News: ১০ টাকায় ১০ ফুচকা! খাওয়ার জন্য লম্বা লাইন, কোথায় মিলছে, দেখুন ভিডিও

Last Updated:

Birbhum Panipuri News: সিউড়ির পাওয়ার হাউস মোড়ের কাছে রয়েছে বিষ্ণুদেব সাহার চাট সেন্টার

+
জলের

জলের দামে ফুচকা, চাট। কারণ ১০ টাকায় ১০ টা ফুচকা এবং ১০ টাকা প্লেট চাট

বীরভূম: জলের দামে ফুচকা, চাট। কারণ, ১০ টাকায় মিলছে ১০টা ফুচকা এবং থাকছে আবার ১০ টাকা প্লেট চাট। যা এখনকার দিনে দুর্মূল্য বলা চলে। তা দেখেই ক্রেতারা বলছেন, "জলের দামে মিলছে ফুচকা, চাট।"
সিউড়ির পাওয়ার হাউস মোড়ের কাছে রয়েছে বিষ্ণুদেব সাহার চাট সেন্টার। সেখানেই ১০ টাকায় ১০ টা ফুচকা এবং ১০ টাকা প্লেট চাট বিক্রি হচ্ছে। বাজার দরের থেকে অর্ধেক দামে মেলায় ক্রেতাদের ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। ক্রেতারা জানান, জেলা সদরে প্রায় সব দোকানে ১০ টাকায় ৫ টি ফুচকা পাওয়া যায়। আর চাটের দামও প্রায় সব দোকানে সমান। প্লেট প্রতি অন্তত ২০ টাকা।
advertisement
advertisement
সেই তুলনায় বিষ্ণুদেবের দোকানে অনেক কম টাকায় মিলছে ফুচকা ও চাট। তাই দিনের দিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে। বিষ্ণদেব জানান, প্রায় এক বছর ধরে তিনি ওখানে দোকান করছেন। ফুচকা, চাট ছাড়াও ওঁর দোকানে এগরোল, চাউমিন, লাচ্ছা পরোটা সহ নানান খাদ্য সামগ্রী বিক্রি করেন। তবে স্পেশাল ছাড় রয়েছে কেবল ফুচকা এবং চাটের ক্ষেত্রে।
advertisement
তাঁর কথায়," আমি মানুষকে ১০ টাকায় ফুচকা, চাট খাওয়াবো বলে ওরকম দাম রেখেছি। আমরা অল্প হলেও লাভ হচ্ছে।"
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum Panipuri News: ১০ টাকায় ১০ ফুচকা! খাওয়ার জন্য লম্বা লাইন, কোথায় মিলছে, দেখুন ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement