Birbhum news: রামপুরহাট শহরে বাসস্ট্যান্ড নেই কেন? কারণ জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Birbhum news: রামপুরহাট স্টেশন থেকে বাসস্ট্যান্ড সরানো হয় ৩০ বছর আগে! কারণ জানুন
বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত রামপুরহাট শহর।বিশেষত রামপুরহাটে পাশেই অবস্থিত বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরের জন্য দিন দিন পরিচয় পেয়েছে রামপুরহাট শহর। পরিচয় যত পেয়েছে ততই বেড়েছে জনবসতি। বর্তমানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস এই রামপুরহাট শহরে।
রামপুরহাটের মধ্যে অবস্থিত রামপুরহাট স্টেশন। আজ থেকে প্রায় ৩০ বছর আগে রামপুরহাট স্টেশনের বাইরে অবস্থিত ছিল রামপুরহাট বাস স্ট্যান্ড। তবে জনবসতি বাড়তে থাকার ফলে এবং সেই সময় রাস্তা ছোট থাকার কারণে একটি বাস পেরতে লাগত কয়েক ঘণ্টা। এর ফলেই ওই বাসস্ট্যান্ড রামপুরহাট স্টেশন থেকে সরিয়ে নিয়ে এসে প্রায় দু কিলোমিটার দূরে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে করা হয়। আর এর ফলেই রামপুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাস ধরতে আসতে হচ্ছে অনেকটা দূর।
advertisement
advertisement
এই বিষয়ে রামপুরহাটের এক বাসিন্দা অভিজিৎ মনি জানান আগে যখন বাসস্ট্যান্ড স্টেশনের বাইরে ছিল তখন প্রায় যানজট সৃষ্টি হত এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিকে অনেকের মতে স্টেশনের বাইরে বাসস্ট্যান্ড থাকার ফলে অনেকটা সুবিধা হত ট্রেন থেকে নেমে গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছনো যেত।
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 11:48 PM IST