Birbhum news: দেউচা পাচামির ‘স্বপ্নপূরণে’ আদিবাসী মনজয়ই মূল লক্ষ্য, কৌশলী পদক্ষেপ তৃণমূলের

Last Updated:

 এবার সহকারী সভাধিপতি পদে এবার আদিবাসী মহিলাকে বসানো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবারও সেই একই চর্চা উঠে এলো। কারণ সহকারী সভাধিপতি হয়েছেন স্বর্ণলতা সরেন৷

বীরভূম: দেউচা পাচামিতে কয়লা খনির উদ্বোধন নিয়ে শাসকদল যে আগ্রহী এমন নজির অতীতে বারবার মিলেছে৷ তবে পাশাপাশি, এই খনি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন এলাকার আদিবাসী সমাজের বেশ কিছু সদস্যও৷ কিন্তু, দেউচা পাচামিতে যাতে সিঙ্গুর-নন্দীগ্রামের প্রতিরোধ না গড়ে ওঠে তা নিয়ে বরাবারই সতর্ক বর্তমান রাজ্য সরকার৷ এলাকার ওয়াকিবহাল সূত্রের দাবি, সরকার যে আদিবাসী সমাজের মনজয় করতে সচেষ্ট তার আরও এক প্রমাণ পাওয়া গিয়েছে সম্প্রতি৷
এবার এলাকার তৃণমূল নেতৃত্বের সহকারী সভাধিপতি পদে আনা হয়েছে এক আদিবাসী প্রতিনিধিকে। সহকারী সভাধিপতি হয়েছেন স্বর্ণলতা সোরেন৷ খাদান এলাকায় তিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।
আরও পডুন: থার্ড লাইনে কাজ, হাওড়া থেকে ফের বাতিল একাধিক ট্রেন, সময়েরও বদল হল, দেখুন তালিকা
পাশাপাশি, এই স্বর্ণলতা সোরেন আদিবাসী গাঁওতার নেতা রবিন সোরেন বোনও। তাঁকেই সহকারী সভাধিপতি পদে বসানো নিয়ে আবারও কয়লা খাদান নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়৷
advertisement
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহম্মদবাজার এলাকায় কয়লা শিল্প শুরু করতে হলে আদিবাসীদের শিল্পের পক্ষে আনা মূল লক্ষ্য। সেই কারণে, একগুচ্ছ চাকরি, এলাকার মানুষদের নানান সুযোগ সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। প্রচুর মানুষকে সরিকারি চাকরিও দেওয়া হয়েছে। এবার সহকারী সভাধিপতি পদে আদিবাসী মহিলাকে বসানোর পিছনে আদিবাসীদের মন জয় করারই মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের লোকজনরা।
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: দেউচা পাচামির ‘স্বপ্নপূরণে’ আদিবাসী মনজয়ই মূল লক্ষ্য, কৌশলী পদক্ষেপ তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement