Birbhum News: ভোরের মঙ্গল আরতির ঘন্টায় ঘুম ভাঙাতে চান! তারাপীঠে থাকার সঠিক ঠিকানা জানুন
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:Arjun Neogi
Last Updated:
Birbhum News: তারাপীঠ মন্দির থেকে পায়ে হেঁটে ১০ সেকেন্ডের দূরত্ব অবস্থিত এই হোটেলটি হতে পারে আপনার পছন্দের তালিকায়।
বীরভূম: সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক জমায়েত হয় তারাপীঠে। তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে কয়েক হাজার সরকারি বেসরকারি ছোট বড় লজ গড়ে উঠেছে।গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে বড়লোক সকলেরই থাকার জন্য সুব্যবস্থা রয়েছে বীরভূমের তারাপীঠে। মূলত সাধক বামাক্ষ্যাপার জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছে বীরভূমের তারাপীঠ।তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিক আমাবস্যা সেই কৌশিক আমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। অন্যদিকে রথযাত্রা এবং দোল উৎসবেও কাতারে কাতারে মানুষের ভিড় জমে।
এই বীরভূমের তারাপীঠে অনেকেই আসেন বন্ধু-বান্ধবকে নিয়ে। আবার অনেকে ঘুরতে আসেন নিজের পরিবার পরিজনকে নিয়ে। পরিবারের মধ্যে অনেক ক্ষেত্রে থাকে বয়স্ক মা-বাবা। আর সেই কারণে মন্দির থেকে দূরে কোন হোটেলে রাত্রি বাস করলে মন্দির আসতে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। পরিবারের বয়স্ক লোকজন থাকার কারণে সারা দিনে একবারের বেশি দুবার মন্দির আসা অসম্ভব হয়ে ওঠে। তবে তারাপীঠ মন্দিরের কাছে যে হোটেল নেই সেটা নয়।
advertisement
তারাপীঠ মন্দির সংলগ্ন বেশ কয়েকটি হোটেল রয়েছে তবে অনেকেই মনে করে থাকেন যে সেই সমস্ত হোটেলের ভাড়া মন্দিরের কাছে হওয়ার জন্য অনেকটাই বেশি।এ ধারণা সম্পূর্ণ ভুল। তারাপীঠ মন্দির থেকে মাত্র দশ সেকেন্ড এর পায়ে হেঁটে দূরত্বে অবস্থিত রয়েছে এমন একটি হোটেল যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং তার যা ভাড়া শুনলে মাথায় হাত দিতে হবে আপনাকেও।
advertisement
advertisement
রামপুরহাট স্টেশন থেকে অটোতে অথবা টোটোতে যাতেই চাপুন না কেন বলবেন সাগরের মোড় মন্দির প্রবেশ করার ভিআইপি গেটযাব। স্টেশন থেকে মাত্র ৩০ টাকা অথবা ৪০ টাকা খরচকরে সোজা পৌঁছে যান সাগরের মোড়।মাত্র এক মিনিটের দূরত্বে পাবেন হোটেল প্লাজা টু। সেখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের দূরত্ব।
advertisement
আরও পড়ুন: Dilip Ghosh: মমতাকে কুরুচিকর আক্রমণ! তীব্র ভর্ৎসনার মুখে দিলীপ ঘোষ, আজ সকালে বর্ধমানে ফের যা বললেন…! তোলপাড়
তাদের একটি নিজস্ব ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করলেই আপনি পেয়ে যাবেন নিজের পছন্দমত রুম।ফোন নম্বরটি হল ৮১৭০০২২২২৮ আর এই ফোন নম্বরে ফোন করলে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুমের ছবি পাঠিয়ে দেওয়া যাবে। যে রুমটি আপনার পছন্দ সেই রুমটি অগ্রিম কিছু টাকা দিয়ে নির্দিষ্ট তারিখে বুকিং করে রাখুন।
advertisement
আর এই হোটেলের ব্যালকনি থেকেই আপনি সরাসরি মন্দির দর্শন করতে পারবেন।ওঠা নামার জন্য লিফটের ব্যবস্থা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থাও রয়েছে। মাত্র ৭০০/৯০০/১১০০ থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত এসি এবং নন এসি বিভিন্ন রকমের ভাড়া রয়েছে।
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2024 1:13 PM IST








