Birbhum News : মায়ের স্বপ্ন, তাই নিজের গাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রম গড়লেন মহিলা কনস্টেবল

Last Updated:

কারো সন্তান নেই, কারো আবার বিয়েই হয় নি, কারো আবার সন্তান থেকেও না থাকা! আশ্রয়হীন বৃদ্ধ মায়েদের স্বপ্ন দেখাচ্ছে বীরভূমের 'স্বপ্নপুরী এক্সপ্রেস'

+
স্বপ্নপুরী

স্বপ্নপুরী এক্সপ্রেস

#বীরভূম : কারও সন্তান নেই, কারও আবার বিয়েই হয় নি, কারও আবার সন্তান থেকেও না থাকা! এই মানুষগুলি যখন বৃদ্ধ বয়সে এসে নিজেদের স্বপ্ন হারাতে বসেছেন সেই সময় তাঁদের স্বপ্নপূরণের জন্য নিজের চার চাকা বিক্রি করে বীরভূমের এক লেডি কনস্টেবল তৈরি করে ফেললেন 'স্বপ্নপুরী এক্সপ্রেস'। তাঁর এই স্বপ্নপুরী এক্সপ্রেস গড়ে উঠেছে মূলত তার মায়ের স্বদিচ্ছা থেকেই। কারণ তাঁর মাও গত কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। ওই লেডি কনস্টেবল নিজের মাকে যতটা ভালবাসেন ঠিক ততটাই ভালোবেসে আপন করে নিচ্ছেন তার স্বপ্নপুরী এক্সপ্রেসে আর পাঁচটা মায়েদের।
এমন অনন্য নজির তৈরি করা লেডি কনস্টেবল হলেন ছবিলা খাতুন। বীরভূম জেলা পুলিশে কর্মরত এই লেডি কনস্টেবল মহম্মদ বাজারের বাসিন্দা। তার মা এবং তার দীর্ঘদিনের স্বপ্ন মানুষের পাশে থাকার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে হাত বাড়িয়ে দেন ছবিলা। এর পাশাপাশি তার এবং অসহায় মায়েদের স্বপ্নপূরণের জন্য তিনি এখন প্রায় দেড় বিঘা জমির উপর সিউড়ি সংলগ্ন কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতে তৈরি করেছেন এই স্বপ্নপুরী এক্সপ্রেস।
advertisement
advertisement
নিজের বেতনের টাকায় সংসার চালিয়েও অল্প অল্প করে টাকা জুগিয়ে ছবিলা খাতুন এই স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করেছেন। তার এই স্বপ্নপুরী এক্সপ্রেস তৈরি করার ক্ষেত্রে তাকে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বীরভূম জেলা পুলিশের বিভিন্ন অফিসাররা। বর্তমানে এই স্বপ্নপুরী এক্সপ্রেসে ২৫ জনের থাকার ব্যবস্থা করা হলেও ১০ জনের বিছানা বালিশের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন লেডি কনস্টেবল ছবিলা এবং তাদের এখানে মাথার ছাদ দেওয়া হয়েছে। বাকি আরও ১৫ জনের বিছানা বালিশের ব্যবস্থা করে মাথার ছাদ দেওয়া হবে।
advertisement
ছবিলা জানিয়েছেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এইরকম একটি বৃদ্ধাশ্রম তৈরি করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি মায়েরাও এই জায়গায় আসতে পেরে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। সেই জন্যই এই জায়গার নাম রাখা হয়েছে, স্বপ্নপুরী এক্সপ্রেস।
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মায়ের স্বপ্ন, তাই নিজের গাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রম গড়লেন মহিলা কনস্টেবল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement