Birbhum News: 'স্কুলে যাব এবার, হব না চাইল্ড লেবার', অধিকার চায় শিশুরাও

Last Updated:

১৪ নভেম্বর দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস। এই দিন থেকেই রাজ্যজুড়ে শুরু হয় আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন।

+
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন সিউড়িতে

#বীরভূম: ১৪ নভেম্বর দেশজুড়ে পালন করা হয় শিশু দিবস। এই দিন থেকেই রাজ্যজুড়ে শুরু হয় আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন। বীরভূমে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে শিশু দিবস ও আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হল বুধবার। শিশু দিবস ও আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের জন্য এদিন বীরভূম জেলা প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
যে শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেন এবং তাদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা করে বীরভূম জেলা প্রশাসন। এই শোভাযাত্রাটি সিউড়ির রবীন্দ্র সদনে পৌঁছায় এবং সেখানেই শুরু হয় মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগ উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
advertisement
আরও পড়ুন: ব্যতিক্রমী লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা, তবে শারীরিক অবস্থা তীব্র আশঙ্কাজনক
রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান পারফর্ম করার পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখযোগ্য ভাবে পরীক্ষায় ফলাফল অথবা খেলাধুলায় ভালো ফলাফল করার পরিপ্রেক্ষিতে পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে ধরা হয় প্রতিটি শিশু যেন স্কুলে যায় এবং অল্প বয়সে যেন শিশু কন্যাদের বিয়ে দেওয়া না হয়। এই সকল বিষয়কে সামনে রেখে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'স্কুলে যাব এবার হব না, চাইল্ড লেবার'।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, তাদের মূল লক্ষ্য হল প্রতিটি ছেলে মেয়েকে স্কুলে নিয়ে আসা এবং অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া আটকানো। এসবের মূল হাতিয়ার হল শিক্ষা। লকডাউন সময়ে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার ফলে এমন ঘটনা অনেক ঘটেছে এবং এই সকল ঘটনা যাতে দ্রুত কমিয়ে আনা যায় তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: 'স্কুলে যাব এবার, হব না চাইল্ড লেবার', অধিকার চায় শিশুরাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement